কখনো বাঘ, কখনো হাতি! আতঙ্কে রয়েছে মালবাজারের মানুষ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের হাতির হামলা মালবাজারের স্কুলে। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকে খয়েরবাড়ি এসপি প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয় ও বন দপ্তর সুত্রে জানা গেছে, রাতে একটি দাঁতাল হাতি খাবারের সন্ধানে নিকটবর্তী গোরুমারা জঙ্গল থেকে খয়েরবাড়ি জনবহুল এলাকায় চলে আসে। হাতিটি খাবারের সন্ধানে, খয়েরবাড়ি এসপি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালায় এবং রান্নাঘরের দেওয়াল ভেঙে দেয়। খেয়ে নেয় আনাজপাতি। হাতির ডাক শুনে স্থানীয় লোকেরা শব্দ করতে শুরু করে এবং হাতি আবার জঙ্গল ফিরে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় মাহাতো জানিয়েছেন, হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে রান্নাঘর। এখন বাচ্চাদের রান্নাবান্না কোথায় হবে তা ভেবে চিন্তে পাচ্ছিনা। এব্যাপারে বন দপ্তরকে জানানো হয়েছে।
মালবাজার থেকে বারংবার আসে বাঘের আক্রমণের খবর। কথায় আছে ‘যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়’, বাঘেদের লোকালয়ে যখন তখন হামলায় এমনিতেই তটস্থ থাকেন মালবাজারের গ্রামবাসীরা। বাঘের ভয় তাড়া করে বাড়াচ্ছে তাদের মনে। কখনও ওড়িশা থেকে বাঘ চলে আসছে তো কখনওবা নদী সাঁতরে লোকালয়ে ঢুকছে বাঘ। এখন এমন অবস্থায় গ্রামেগঞ্জে যখন তখন দেখা মিলতে পারে দক্ষিণরায়ের। তারা বন থেকে বেড়িয়ে সরাসরি ঢুকে পড়ছে লোকালয়ে, বনকর্মীরা তাদের ধরতে গেলে কখনও কখনও থাবা খেতে হচ্ছে তাঁদের। তাই বাঘের ভয়ে এমনিতেই ঘুম উড়ছে এলাকাবাসীর। রই মাঝেই খবর মিলল, মালবাজারের স্কুলে দাঁতালের হামলার।