রাজ্য বিভাগে ফিরে যান

মোদী সরকারকে বাংলার বকেয়া মেটানোর সুপারিশ স্ট্যান্ডিং কমিটির, ২০২৬-র আগে বঞ্চনা ইস্যু ঢাকার চেষ্টা?

March 13, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে একশো দিনের কাজ-সহ সমস্ত প্রকল্পে কেন্দ্রের কাছে বাংলার বকেয়া মিটিয়ে দেওয়ার সুপারিশ করল সংসদের গ্রামোয়ন্ন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি।

গ্রামোয়ন্ন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে রয়েছে, “২০২২ অর্থবর্ষ থেকে বাংলায় বরাদ্দ বকেয়া। ফলে গ্রামীণ উন্নয়নে ব্যাপক প্রভাব পড়েছে। পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে।” রিপোর্টে সুপারিশ করা হয়েছে, “যে অর্থবর্ষ আদালতে বিচারাধীন আছে, সেই বছর বাদে বাকি টাকা অবিলম্বে দেওয়া হোক।”

কেন্দ্রের বিরুদ্ধে বার বার বঞ্চনার অভিযোগ করেন বাংলার মু্খ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী আবাস যোজনার ধাঁচে বাংলায় আবাস যোজনা চালু করেছেন তিনি। নাম, বাংলার বাড়ি। অভিযোগ, আবাস যোজনায় বাংলার এক নম্বরে ছিল। তাও সত্ত্বেও টাকাটা দেওয়া হয়নি। ৩ বছর ধরে বাংলার গরীব মানুষগুলি বঞ্চিত হচ্ছে। একশো দিনের কাজের বকেয়া টাকাও মিটিয়ে রাজ্য। কর্মশ্রী প্রকল্প এনে জব কার্ড হোল্ডারদের কাজ সুনিশ্চিত করেছে রাজ্য।

বিগত বছর লোকসভা নির্বাচনে এবং তার আগে পঞ্চায়েত ভোটে কেন্দ্রের বঞ্চনা ইস্যুতে সুর চড়িয়েছিল তৃণমূল। রাজনৈতিক বিশ্লেষকেরা বলেন, বঞ্চনাকে হাতিয়ার করে গ্রাম বাংলায় সবুজ ঝড় তুলেছে জোড়াফুল শিবির। ফলে এবারেও সেই অস্ত্রে শান দেবে তৃণমূল, তাই কি বঙ্গের বিধানসভা ভোটের এক বছরের আগে টাকা মেটানোর সুপারিশ করা হল?

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #modi govt

আরো দেখুন