দেশ বিভাগে ফিরে যান

বছর ঘুরলেই অসমে ভোট, বিধানসভা নির্বাচনকে টার্গেট করে সদস্য সংগ্রহে নামল তৃণমূল কংগ্রেস

March 31, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার সঙ্গে সঙ্গে ২০২৬ সালে অসমেও বিধানসভা নির্বাচনে রয়েছে। চলতি বছর উত্তর-পূর্বের রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। দুই নির্বাচনকে পাখির চোখ করে সদস্য সংগ্রহ অভিযানে নামল অসম তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, বাংলার শ্রমমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে অসমে সংগঠন গোছানোর কাজ শুরু করেছে ঘাসফুল শিবির।

জানা গিয়েছে, সদস্য সংগ্রহের লক্ষ্যে বিশেষ ফোন নম্বর চালু করেছে তৃণমূল। নম্বরে মিসড কল করে তৃণমূলে যোগ দিতে পারবেন সাধারণ মানুষ। কয়েক দিন আগে গুয়াহাটিতে অসম তৃণমূলের ইনচার্জ মলয় ঘটক, সুস্মিতা দেবের উপস্থিতিতে দলের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা হয়। সেখানেই মিসড কল ক্যাম্পেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। অসম তৃণমূলের ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডলে ফোন নম্বরটি পোস্ট করে লেখা হয়েছে, “নতুন পরিবর্তনের কণ্ঠস্বর হোন। ৮৯৫৭৯ ৮৯৫৭৯ নাম্বারে মিসড কল করুন এবং অসম প্রদেশ তৃণমূলের অংশ হোন। অসমে নতুন প্রগতিশীল সমাজ তৈরি করতে আজই যোগ দিন।”

ইতিমধ্যেই সংগঠন শক্তিশালী করার প্রক্রিয়া শুরু করেছে তৃণমূল শিবির। অসম তৃণমূলের সভাপতি রমেনচন্দ্র বড়ঠাকুর ও সুস্মিতা দেবের উপস্থিতিতে ক’দিন আগে তিনসুকিয়ায় যোগদান কর্মসূচি হয়েছে। অনেকে যোগ দিয়েছেন। তিনসুকিয়ার প্রাক্তন কংগ্রেস প্রার্থীও জোড়াফুল শিবিরে যোগ দিয়েছেন। অসমের এক স্বশাসিত কাউন্সিলের নির্বাচনে চারটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারও করছেন সুস্মিতা দেব। শনিবারও একাধিক জায়গায় প্রচার সারেন তিনি। এর আগে ২০২৪-র লোকসভা নির্বাচনে অসমে ৪টি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল জোড়াফুল শিবির।

চলতি বছরে অসমে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই ভোটে লড়ার তোড়জোর শুরু করে দিয়েছে তৃণমূল। অসমে বিধানসভা কেন্দ্র রয়েছে ১২৬টি। আগামী বছর বিধানসভা নির্বাচনে কতগুলি আসনে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস, সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভাল সংখ্যক আসনে যে তৃণমূল প্রার্থী দেবে তা কার্যত নিশ্চিত।

TwitterFacebookWhatsAppEmailShare

#assam, #tmc, #politics, #Membership, #TMC assam

আরো দেখুন