আশুতোষ কলেজের অধ্যাপকের গবেষাণা স্থান পেল বিশ্বখ্যাত ‘নেচার’ পত্রিকায়

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কলকাতার আশুতোষ কলেজের মুকুটে নতুন একটি পালক যুক্ত হল। এই কলেজের এক সহকারী অধ্যাপকের লেখা প্রকাশিত হয়েছে মর্যাদাপূর্ণ ‘নেচার’ পত্রিকায়। শুধু তাই নয় বিশ্ববিখ্যাত এই পত্রিকার পরিষ্কার জল এবং স্যানিটেশন সম্পর্কিত বিশেষ সংখ্যায় অতিথি সম্পাদক হিসেবেও আমন্ত্রণ জানানো হয়েছিল।
৪০ বছর বয়সী এই অধ্যাপকের নাম কাইজার হোসেন। তিনি দূষণ প্রশমন এবং বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ এবং তার গবেষণার মূল বিষয়গুলির মধ্যে একটি হল বর্জ্য জল পরিশোধনের জন্য জৈবিক সংস্কার প্রযুক্তি। এটি এমন একটি পদ্ধতি যা বর্জ্য জল থেকে দূষিত পদার্থ অপসারণের জন্য ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক এবং উদ্ভিদের মতো জৈবিক এজেন্ট ব্যবহার করে। নেচার পত্রিকায় তাঁর প্রতিবেদনে বিষয়টির উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক হোসেন সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে বলেন, ‘নেচারের এই স্বীকৃতির জন্য আমি সত্যিই সম্মানিত এবং কৃতজ্ঞ। এটি আমাকে স্থায়ী জল ব্যবস্থাপনা এবং পরিবেশ রক্ষার উপর আমার কাজ চালিয়ে যেতে আরও অনুপ্রাণিত করবে।’
নেচারে প্রকাশিত তার গবেষণা সম্পর্কে তিনি বলেন, ‘বিজ্ঞানীরা উদ্ভিদের নির্যাস থেকে প্রাপ্ত ন্যানোম্যাটেরিয়াল এবং ন্যানোকম্পোজিটগুলির উপর ক্রমবর্ধমানভাবে নজর রাখছেন। এই প্রবণতা থেকে অনুপ্রাণিত হয়ে, আমার গবেষণা দল বৃহৎ আকারের ন্যানোকম্পোজিট উৎপাদনের জন্য উদ্ভিদের নির্যাসের ব্যবহার নিয়ে গবেষণা করছে।’