মেট্রোর অ্যাপ থেকে কিউ আর কোড যুক্ত টিকিট কাটার সুযোগ পাবেন যাত্রীরা
April 3, 2025 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মেট্রো স্টেশনে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝক্কি অনেকদিন আগেই মিটেছে। ‘কলকাতা মেট্রো রাইড অ্যাপ’ থেকেই টিকিট কেটে নেওয়ার সুযোগ পান যাত্রীরা। ৩ এপ্রিল, বৃহস্পতিবার থেকে আরও বেশ কিছু সুবিধা মিলতে চলছে এই অ্যাপে।
আজ বৃহস্পতিবার থেকে যাত্রী স্বাচ্ছন্দ্যের নয়া ক্ষেত্র তৈরি হচ্ছে কলকাতা মেট্রোয়। এতদিন ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপ থেকে কিউ আর কোড যুক্ত টিকিট কাটার সুযোগ ছিল না। যা নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল। তার প্রেক্ষিতেই মেট্রোর অ্যাপে এই বাড়তি বৈশিষ্ট্য যুক্ত হতে চলেছে। রেলের তরফে জানানো হয়েছে, আজ থেকেই ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপ থেকে একজন যাত্রী একটি লেনদেনের মাধ্যমে সর্বোচ্চ চারজনের টিকিট বুকিং করতে পারবেন।