নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতা জনিত অস্বস্তি আরও বাড়বে। তবে দক্ষিণের জেলাগুলিতে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।