কলকাতা বিভাগে ফিরে যান

ঠাকুরপুকুর ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ কাণ্ড: সতীর্থদের আচরণে ক্ষুব্ধ টলিপাড়ার অগ্রজেরা

April 8, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সিরিয়ালের সাফল্য সেলিব্রেট করতে গিয়ে মদ্যপ অবস্থায় লাগাম ছাড়া ফূর্তির জেরে প্রাণ চলে গেল এক নিরীহ মানুষের। ‘ভিডিও বৌমা’ ধারাবাহিকের পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসের ঘটনাকে ধিক্কার জানিয়েছেন খোদ ইন্ডাস্ট্রির মানুষজনই। রবিবার সকালে ঠাকুরপুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে গাড়ি। সাত-আটজনকে পরপর ধাক্কা দেয়। এরপর সাধারণ মানুষ ধরে ফেলে গাড়িটিকে। তারপরই ভিতর থেকে বেরিয়ে আসেন দু’জন মহিলা ও একজন পুরুষ। জানা যায়, গাড়ির ভিতর ছিলেন শ্রিয়া বসু। তিনি সান বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক। সিদ্ধান্তকে গ্রেপ্তার করে আলিপুর কোর্টে তোলা হয়। অভিযোগ, মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গাড়িটি হাসপুকুর এলাকায় ২ থেকে ৩ জনকে ধাক্কা মেরে ঢুকে পড়ে ঠাকুরপুকুর বাজারে। সেখানে আট থেকে ন’জনকে ধাক্কা মারার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সাধারণ মানুষ ধরে ফেলে গাড়িটিকে। শুরু হয় তুমুল হই-হট্টগোল। গাড়ির দরজা খুলে তিনজনকে বের করে আনেন স্থানীয় মানুষজন। তাঁদের অভিযোগ, প্রত্যেককেই মদ্যপ অবস্থায় ছিল। মত্ত অবস্থায় গাড়ি চালানো অর্থাৎ ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ আইনত দণ্ডনীয় অপরাধ। মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে চালকের বেপরোয়া গতির বলি হয়েছে একজন এবং আহতের সংখ্যা ছয়।

ঠাকুরপুকুর গাড়ি দুর্ঘটনার প্রভাব পড়েছে সান বাংলার নতুন ধারাবাহিক ভিডিও বৌমার সেটে। শুটিং বন্ধ রাখা হয়েছিল। জামিনে মুক্ত হয়েছে চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু। ছোট পর্দার একাধিক অভিনেতা-অভিনেত্রী, পরিচালক বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ করেছেন। সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন অভিনেতা ভাস্বর বন্দ্যোপাধ্যায়। ভাস্বর বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘কি বলব জানিনা তবে এটুকু বলতে পারি ইন্ডাস্ট্রি-কে তো রোজ খুব কাছ থেকে দেখছি। নেশার কবলে চলে যাচ্ছে।’ অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা ক্ষোভ উগরে দিয়ে লেখেন, ‘পাওয়ার ট্রিপ, যার দরুণ একটা মানুষের জীবন শেষ।’

ঘটনার পর, স্থানীয়রা দুজনকেই থামায় এবং উত্তেজিত জনতা তাদের মারধর করে এবং তারপর পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছালে একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় যে সহযাত্রী শ্রিয়া বসু এতটাই মদ্যপ অবস্থায় ছিলেন যে পুলিশভ্যানে ওঠার আগে তিনি রাস্তায় পড়ে যান।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tollywood, #Death, #Accident, #Thakurpukur, #drink and drive, #hit and run case

আরো দেখুন