খেলা বিভাগে ফিরে যান

আইলিগে খেলার যোগ্যতা অর্জন DHFC-র, এবার পাখির চোখ ISL

April 12, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতীয় ফুটবলের অন্যতম সেরা টুর্নামেন্ট আইলিগ খেলার যোগ্যতা অর্জন করল ডায়মন্ড হারবার এফসি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবকে আগামী বছর থেকে আইলিগেও দেখা যাবে।

আইলিগ টু-তে নেরোকার কাছে স্পোর্টিং ক্লাব দ্য গোয়া হারতেই আইলিগে খেলার সুবর্ণ সুযোগ পেল কিবু ভিকুনার ছেলেরা। আইলিগ টু-এর ম্যাচে শুক্রবার ডায়মন্ড হারবারের ক্লাবটিও খেলতে নেমেছিল। ম্যাচের ফলাফলের আশায় আর অপেক্ষা করতে হয়নি! ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন ক্লাবের প্রাণপুরুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স পোস্টে তিনি লেখেন, “অত্যন্ত আনন্দের এবং গর্বের মুহূর্ত, কেবল আমার কাছে নয়, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের প্রত্যেকটি সমর্থক, সদস্যদের কাছে।” তিনি আরও লেখেন, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের আইলিগের যোগ্যতা অর্জন করার পিছনে রয়েছে ফুটবলারদের কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা। এছাড়াও কোচের কমিটমেন্ট, স্পন্সরদের পাশে থাকা ও সমর্থকদের ভালোবাসা ক্লাবের সাফল্যের আসল কারণ।

স্পোর্টস ক্লাব তিরুরের বিরুদ্ধে শুক্রবার, ২-১ গোলে জেতে ডায়মন্ড হারবার এফসি। গোল করেন সুপ্রদীপ হাজরা ও পিন্টু মাহাতো। উল্লেখ্য, সিএফএলের প্রথম ডিভিশন থেকে সফর শুরু করে ডায়মন্ড হারবার এফসি। তারপর প্রিমিয়র ডিভিশন, ধাপে ধাপে আইলিগ থ্রি, আইলিগ টু এবং আইলিগ।

মাত্র ৩ বছরেই সাফল্যের একের পর এক নজির গড়েছে অভিষেকের ক্লাব। এবারে লক্ষ্য আইএসএল-এ খেলা তাও জানিয়ে দিয়েছে অভিষেক।

TwitterFacebookWhatsAppEmailShare

#abhishek banerjee, #i league, #Dhfc

আরো দেখুন