দেশ বিভাগে ফিরে যান

ওয়াকফ মামলা: সাত দিনের মধ্যে কেন্দ্রের জবাব তলব শীর্ষ আদালতের

April 17, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশজুড়ে ওয়াকফ সংশোধনী আইন বিরোধী আন্দোলন চলছে। জল গড়িয়েছে শীর্ষ আদালতে। বুধবারের পর আজ শুনানি চলে আদালতে।

নয়া আইনের সমর্থনে সওয়াল করেন কেন্দ্রের সলিসিটর জেনারেল। প্রধান বিচারপতি বলেন, কিছু ভাল দিক অবশ্যই রয়েছে। তবে পরিস্থিতি বদলে যাক, তা আদালত চায় না।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, ১৯৯৫ সালের আইনে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতে কোনও বদল ঘটানো যাবে না। পাশাপাশি, পরবর্তী শুনানি পর্যন্ত নিয়োগ করা যাবে না ওয়াকফ বোর্ড বা পর্ষদে। কেন্দ্রকে জবাব দিতে সাত দিন সময় দিয়েছে শীর্ষ আদালত।

ওয়াকফ মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৫ মে। ওই দিন প্রয়োজনে কোনও নির্দেশ দেওয়া হলেও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান বিচারপতি।

অন্যদিকে, শীর্ষ আদালতে কেন্দ্র জানিয়েছে; পরবর্তী শুনানি পর্যন্ত যেসব সম্পত্তি ব্যবহারে ওয়াকফ বা ওয়াকফ ব্যবহারকারী (ওয়াকফ-বাই-ইউজার) হিসেবে বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষিত হয়েছে, তাদের চরিত্র পরিবর্তিত হবে না। তুষার মেহতা জানান, কেন্দ্রের তরফে সংক্ষিপ্ত জবাব ৭ দিনের মধ্যে দাখিল করা হবে এবং পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত রাজ্যের ওয়াকফ বোর্ড বা ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্য পদে কোনও নিয়োগ হবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#supreme court, #centre, #Supreme Court of India, #central Govt, #Waqf Case

আরো দেখুন