খেলা বিভাগে ফিরে যান

Kalinga Super Cup: কেরল ব্লাস্টার্সের ২ – ০ জয়ে ছিটকে গেল ইস্ট বেঙ্গল

April 20, 2025 | < 1 min read

কেরল ব্লাস্টার্স ২ – ০ ইস্ট বেঙ্গল
জেসুস জিমেনেজ (৪০’ পেনাল্টি)
নোয়া সাদাউই (৬৪’)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কালিংগা সুপার কাপ ২০২৫-এর প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইস্ট বেঙ্গলকে ২-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে কেরল ব্লাস্টার্স। আজ ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে জেসুস জিমেনেজ ও নোয়া সাদাউইয়ের গোলে লাল-হলুদকে উড়িয়ে জয়ী কেরল।

ম্যাচের  গোড়া থেকেই কেরল ব্লাস্টার্স আক্রমণাত্মক খেলতে থাকে। ৪০তম মিনিটে পেনাল্টি থেকে জেসুস জিমেনেজ গোল করে দলকে এগিয়ে দেন। ইস্ট বেঙ্গলের ডিফেন্ডাররা বক্সের ভেতর ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন এবং জিমেনেজ সুনিপুণভাবে গোলটি সম্পন্ন করেন।

দ্বিতীয়ার্ধেও কেরলের দাপট বজায় থাকে। ৬৪তম মিনিটে নোয়া সাদাউই দুর্দান্ত এক বাঁ পায়ের শটে গোল করে ব্যবধান বাড়ান। ইস্ট বেঙ্গল বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়। বিশেষ করে ৪৩তম মিনিটে পিভি বিষ্ণুর শট পোস্টে লেগে ফিরে আসে এবং রাফায়েল মেসি বৌলি রিবাউন্ডেও গোল করতে পারেননি। 

এই হারের ফলে গতবারের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল এবারের আসর থেকে ছিটকে গেল। অন্যদিকে, কেরল ব্লাস্টার্স তাদের দাপুটে পারফরম্যান্সে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে এবং এখন তাদের পরবর্তী খেলা মোহন বাগানের বিরুদ্ধে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#East Bengal, #Kerala blasters, #EBFC vs KBFC, #Kalinga Super Cup, #Kerala Blasters vs East Bengal

আরো দেখুন