কলকাতা বিভাগে ফিরে যান

ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর! নাইটদের খেলা দেখে বাড়ি ফেরার ব্যবস্থা করছে মেট্রো

April 21, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, আজ ২১ এপ্রিল ম্যাচ দেখে দর্শকদের বাড়ি ফেরার ব্যবস্থা করছে মেট্রো রেল। আজ, ইডেনে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাত টাইটানস মুখোমুখি হবে। ম্যাচ দেখে বাড়ি ফেরার জন্য মধ্যরাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে কলকাতা মেট্রো। ২১ তারিখ মধ্যরাতে বিশেষ মেট্রো চালানোর জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং কলকাতা নাইট রাইডার্স-এর পক্ষ থেকে মেট্রো রেল কর্তৃপক্ষর কাছে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতেই পদক্ষেপ রেলের।

শনিবার কলকাতা মেট্রো জানিয়েছে, একুশ এপ্রিল রাত ১২ টার সময় এসপ্ল্যানেড স্টেশন থেকে আপ ও ডাউনে বিশেষ মেট্রো চালানো হবে। ওই বিশেষ ট্রেন চলবে হাওড়া ময়দান পর্যন্ত। তবে যাত্রীদের টিকিট পিছু দশ টাকা করে অতিরিক্ত মূল্য দিতে হবে।

এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে রাত বারোটায় ব্লু লাইনের আপ ট্রেনটি ছাড়বে। ১২ টা ৩৩ মিনিটে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পৌঁছবে ট্রেনটি। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে রাত ১২ টায় ডাউন লাইনের ট্রেনটি কবি সুভাষ মেট্রো স্টেশন পৌঁছবে রাত ১২ টা ৩৩ মিনিটে। অনেকে হাওড়া থেকেও খেলা দেখতে আসবেন। রাত বারোটায় এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোও রাখা হচ্ছে। রাতে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন এবং নিউ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাউন্টারগুলি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#IPL, #KKR, #Kolkata Knight Riders, #ipl 2025

আরো দেখুন