খেলা বিভাগে ফিরে যান

IPL 2025: ফের ঘরের মাঠে KKR-এর লজ্জার হার, প্রথম দল হিসেবে ১২ পয়েন্টে পৌঁছল গুজরাত

April 21, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: IPL-এর গুরুত্বপূর্ণ ৩৯তম ম্যাচে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে গুজরাত টাইটান্স (GT) কলকাতা নাইট রাইডার্সকে (KKR) ৩৯ রানে পরাজিত করেছে।​ প্রথমে ব্যাট করে গুজরাত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে। অধিনায়ক শুভমান গিল ৫৫ বলে ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। সাই সুদর্শন ৪৮ বলে ৬২ রান করেন। এই জুটির ওপেনিং পার্টনারশিপ গুজরাতের শক্তিশালী উচ্চতায় নিয়ে যায়। 

জবাবে ব্যাট করতে নেমে কেকেআর ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান করতে সক্ষম হয়। শুরুতেই রহমতুল্লাহ গুরবাজের উইকেট হারায়, এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। অধিনায়ক অজিঙ্কা রাহানে কিছুটা প্রতিরোধ গড়লেও দলের ব্যাটিং লাইনআপ গুজরাতের  বোলিং আক্রমণের সামনে টিকতে পারেনি। ​ফলে গুজরাত টাইটান্স ৩৯ রানে জয়লাভ করে। এই জয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল।​

TwitterFacebookWhatsAppEmailShare

#ipl 2025, #GT v KKR, #KKR

আরো দেখুন