রাজ্য বিভাগে ফিরে যান

আজ শালবনীতে মুখ্যমন্ত্রী, জিন্দাল গোষ্ঠীর পাওয়ার প্ল্যান্টের শিলান্যাসে মমতার সঙ্গী সৌরভ?

April 21, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, জিন্দাল গোষ্ঠীর পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করতে মেদিনীপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, আজ, ২১ এপ্রিল শালবনীতে পাওয়ার প্ল্যান্টের শিলান্যাসের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ২২ এপ্রিল গোয়ালতোড়ে একটি সোলার পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করবেন তিনি। জানা যাচ্ছে, শালবনীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানে জিন্দাল গোষ্ঠীর কর্তারাও থাকবেন।

গোটা মেদিনীপুর জেলা জুড়েই সাজ সাজ রব। শালবনীতে পাওয়ার প্ল্যান্ট ঘিরে কর্মসংস্থানের আশায় বুক বাঁধছেন এলাকার মানুষ। আজ রাতে মেদিনীপুরের সার্কিট হাউসে থাকবেন মুখ্যমন্ত্রী। ২২ এপ্রিল মেদিনীপুরের কলেজ মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই অনুষ্ঠান থেকে গোয়ালতোড়ের একটি সোলার পাওয়ার প্ল্যান্ট ছাড়াও আরও একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে। দফায় দফায় বৈঠক সারছেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। নিরাপত্তার ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।

উল্লেখ্য, শালবনীতে ৮০০ মেগা ওয়াটের দু’টি পাওয়ার প্ল্যান্ট হচ্ছে। প্রকল্পের জন্য জিন্দালরা খরচ করছেন ১৬ হাজার কোটিরও বেশি টাকা। জিন্দাল গোষ্ঠী অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্কও করবে। যার জেরে বহু মানুষের কর্মসংস্থান হবে। শালবনী জমিদাতা কমিটির মতে, মুখ্যমন্ত্রী আগে সিমেন্ট কারখানার শিলান্যাস করেছিলেন, সেই কারখানা হয়েছে। এবার পাওয়ার প্ল্যান্টও হবে। এলাকার অনেক মানুষের কর্মসংস্থান হবে প্ল্যান্টে। তাদের আশা, এলাকার মানুষের মুখে এবার হাসি ফুটবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Sourav Ganguly, #jindal group, #power plants, #salboni

আরো দেখুন