কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছল কাশ্মীরে নিহত কলকাতার দুই পর্যটকের নিথর দেহ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার রাত আটটা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছল কাশ্মীরে নিহত কলকাতার দুই পর্যটক বেহালার সখের বাজারের সমীর গুহ এবং পাটুলির বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর কফিন বন্দি দেহ। পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মণীশ রঞ্জন মিশ্রের দেহ রাঁচি হয়ে বাংলায় আসার কথা রয়েছে।
তৃণমূলের নেতা মন্ত্রীদের পাশাপাশি একাধিক বিজেপি নেতারাও উপস্থিত ছিলেন এই কলকাতা বিমানবন্দরে। ঙ্গলবার পহেলগামের জনপ্রিয় ‘ম্যাগি পয়েন্ট’ বা ‘মিনি সুইজারল্যান্ড’ এর বৈসরন ঘাসের মাঠ লাগোয়া এলাকায় পর্যটকদের ওপরে হামলা চালায় জঙ্গিরা। হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন। স্থানীয় সূত্রের খবর, প্রায় ৪০ মিনিট ধরে জঙ্গিরা এই তাণ্ডবলীলা চালায়। রীতিমতো পরিচয় জেনে তারপরে হত্যা করা হয় পর্যটকদের। ‘অপারেশনে’র পর ধীরে সুস্থে এলাকা ছাড়ে জঙ্গিরা। ঘটনায় বাংলার তিন পর্যটকের মৃত্যু হয়েছে।