রাজ্য বিভাগে ফিরে যান

বিরোধী দলনেতার ভুয়ো পোস্ট ঘিরে তোলপাড় বারুইপুর

April 25, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পহেলগাঁওয়ের গণহত্যার পর এ রাজ্যে ‘মেরুকরণের’ মরিয়া চেষ্টায় নানা উস্কানিমূলক পোস্ট সোশ্যাল মিডিয়ায় শুরু করেছে পদ্মপার্টি ও তাদের ভক্তকুল। সেই আবর্তেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্টকে ঘিরে গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

বারুইপুরে রাসমাঠের পাশে ৬ নম্বর ওয়ার্ডের কে এম রায়চৌধুরি রোডে ‘নিরঞ্জন আবাসনে’র ফ্ল্যাটে বসে তাঁরা জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে। ফ্ল্যাটের ছাদে বসানো হয়েছে দূর যোগাযোগের জন্য হাইস্পিড ওয়্যারলেস কানেক্টিভিটি সিস্টেম—ওই আবাসন ও ফ্ল্যাটের ঠিকানা সহ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এহেন পোস্ট করেন বিরোধী দলনেতা। পরে তা ‘ভাইরাল’ করে দেয় গেরুয়া শিবিরের ‘ভক্তকুল’। নানা গুজব ছড়িয়ে পড়ে। আলোড়ন শুরু হয়ে যায় গোটা বারুইপুর জুড়ে। ওই দুই যুবকে চিহ্নিত করে আইনের হাতে তুলে দেওয়া হোক, শাস্তি দেওয়া হোক—এরকম নানা দাবিতে ভরে যায় সোশ্যাল মিডিয়া।

তুমুল উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। ওই আবাসন থেকে আটক করে থানায় নিয়ে যায় বারুইপুর পুলিস। দফায় দফায় জেরা করা হয় ওই দুই যুবককে। জানা যায়, কাশ্মিরী জঙ্গিদের সঙ্গে কোনও সম্পর্ক নেই ওই দুই যুবকের। ২০১৬ সালে ভূপাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে উত্তীর্ণ হয়ে তাঁরা ব্যবসার কাজে কলকাতায় এসেছেন। বারুইপুরে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছেন। পুলিস ওই ফ্ল্যাটের মালিককেও জিজ্ঞাসাবাদ করেছে। তিনি পুলিসকে জানিয়েছেন, ওই দুই যুবক চার-পাঁচ মাসের জন্য ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল। গত ৪ এপ্রিল তাঁরা ফ্ল্যাটে এসেছেন।

বিরোধী দলনেতার জঙ্গি সংক্রান্ত দাবি নস্যাৎ করে দিয়েছেন বারুইপুরের পুলিস সুপার পলাশ চন্দ্র ঢালি। প্রসঙ্গত, পহেলগাঁওয়ের গণহত্যার পর এ রাজ্যে ‘মেরুকরণের’ মরিয়া চেষ্টায় নানা উস্কানিমূলক পোস্ট সোশ্যাল মিডিয়ায় শুরু করেছে পদ্মপার্টি ও তাদের ভক্তকুল। সেই আবর্তেই এদিনের ভুয়ো পোস্টকে ঘিরে গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। পুলিস সুপার বলেছেন, গুজবে কান দেবেন না। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির এই কাজের নিন্দা করেছেন বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো হচ্ছে বারুইপুরে। এই গুজব ছড়ানোর দায়ে কড়া ব্যবস্থা নিতে বলা হবে পুলিসকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Leader Of Opposition, #kashmiri militant, #bjp, #suvendu adhikari, #Baruipur, #Fake Post

আরো দেখুন