খেলা বিভাগে ফিরে যান

দ্বিতীয় সারির দল নিয়েও সুপার কাপে সবুজ-মেরুন বাহিনী ২-১ গোলে হারাল পূর্ণ শক্তির কেরালা ব্লাস্টার্সকে

April 26, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সুপার কাপে সবুজ-মেরুন বাহিনী ২-১ গোলে হারাল পূর্ণ শক্তির কেরালা ব্লাস্টার্সকে। সুপার কাপে দ্বিতীয় সারির দল খেলানোর কথা আগেই জানিয়ে দিয়েছিল সবুজ-মেরুন। দলে মাত্র এক বিদেশি। আইএসএল খেলা দেশীয় ফুটবলারদের মধ্যেও বেশির ভাগই নেই। কোচের আসনে হোসে মোলিনার জায়গায় বাস্তব রায়।

এই মোহনবাগান কী ভাবে গোয়াকে হারাবে সেই জল্পনাই চলছিল বাগান সমর্থকদের মনে। শনিবার কলিঙ্গ স্টেডিয়ামে বাগানের সেই দেশীয় ফুটবলারেরাই বাজিমাত করলেন। দ্বিতীয় সারির দল নিয়ে কেরলের পূর্ণশক্তির দলকে হারিয়ে দিল মোহনবাগান। গোল করলেন সাহাল আব্দুল সামাদ ও সুহেল ভাট। ২-১ গোলে কেরলকে হারিয়ে বাগান জায়গা করে নিল সুপার কাপের সেমিফাইনালে।

TwitterFacebookWhatsAppEmailShare

#kerala, #Mohun Bagan, #super cup, #super cup semis

আরো দেখুন