রাজ্য বিভাগে ফিরে যান

তীব্র গরমে অবশেষে স্বস্তির বৃষ্টি! আগামী সাতদিনে বড় আপডেট দিল হাওয়া অফিস

April 27, 2025 | < 1 min read

ঝড়-বৃষ্টির সম্ভাবনা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। 

তীব্র গরমে অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গ। শনিবার রাতে দুই-তিন ঘণ্টার ঝড়বৃষ্টিতে ভিজল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকা। 

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ রবিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত কলকাতাসহ রাজ্যের সব জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস আছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সাতদিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পং জেলায় আগামী একসপ্তাহ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kolkata, #Weather forecast, #Rain, #Weather Update, #Weather Report, #heatwave

আরো দেখুন