আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

৩ মিনিটের জুম কলে ৯০০ কর্মী ছাঁটাই

December 7, 2021 | < 1 min read

মাত্র ৩ মিনিটের জুম কলে কোম্পানির ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করলেন নিউইয়র্কের মর্টগেজ সংস্থা বেটার ডট কমের প্রবাসী ভারতীয় সিইও বিশাল গর্গ।

আমেরিকার সংবাদমাধ্যম সূত্রে খবর, এক সঙ্গে ৯০০-র বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে ওই বৈঠকে। যা শুনে স্বাভাবিক ভাবেই মাথায় আকাশ ভেঙে পড়ে কর্মীদের। কারণ তাঁরা তখনও জানেন না, ঠিক কী কারণে তাঁদের ছাঁটাই করা হল!

এই বৈঠকে বিশাল বলেন, ‘খুব একটা ভালো খবর নিয়ে আসিনি। বাজার দ্রুত বদলাচ্ছে। বাজারে টিকে থাকতেই কোম্পানিকে এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। এই সিদ্ধান্ত আমার, তাই আমার থেকেই শোনা উচিত ছিল আপনাদের। এই নিয়ে দ্বিতীয় বার কর্মী ছাঁটাই করছি আমি। যা অত্যন্ত কঠিন কাজ।’



ওই জুমকলের ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Zoom call, #Lay off, #Vishal Garg

আরো দেখুন