কলকাতা বিভাগে ফিরে যান

মৃণাল সেন থেকে সত্যজিত রায়, চলচ্চিত্র উৎসবে কিংবদন্তী পরিচালকদের স্মৃতিচারণ শত্রুঘ্নর

April 25, 2022 | < 1 min read

সোমবার ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান অতিথি শত্রুঘ্ন তাঁর বক্তৃতার গোড়াতেই আসানসোলে লোকসভার উপনির্বাচনে তাঁকে তৃণমূলের প্রার্থী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘‘আমায় সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। আসানসোলবাসীর জন্য কাজ চ্যালেঞ্জ নিলাম।’’ এর পরেই তাঁর মন্তব্য, ‘‘আমি জানি এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়। তাই নির্দিষ্ট ভাবে কোনও রাজনৈতিক দল বা ব্যক্তিত্বের নাম করব না।’’

বিহারের পটনাসাহিসেবের প্রাক্তন বিজেপি সাংসদ শত্রুঘ্নকে উপনির্বাচনের প্রচারে ‘বহিরাগত’ বলেছিলেন বিরোধীদের একাংশ। কার্যত সেই অভিযোগের জবাব দিয়ে ‘বিহারিবাবুর’ দাবি, ‘‘বাংলার সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ।’’ পরিচালক গৌতম ঘোষের ছবিতে অভিনয়ের প্রসঙ্গ উল্লেখ করে বলিউড অভিনেতা শত্রুঘ্ন বলেন, ‘‘আমি আড়াইশোর বেশি সিনেমায় অভিনয় করেছি। কিন্তু সবচেয়ে বেশি শিখেছি ‘অন্তর্জলি যাত্রা’য় কাজ করতে গিয়ে। গৌতম ঘোষ আমার গুরু।’’

সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটকের ছবিতে অভিনয় না করার জন্য তাঁর মনে এখনও আক্ষেপ রয়েছে বলেও জানিয়েছেন শত্রুঘ্ন। উৎসবে হাজির সত্যজিৎ-পুত্র সন্দীপের উদ্দেশে তিনি বলেন, ‘‘আমি মানিকদার এক জন ভক্ত ছিলাম, আছি এবং আজীবন থাকব।’’ পুণের ‘ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট’ (এফটিআইআই)-এর প্রাক্তনী শত্রুঘ্নের বক্তৃতায় এসেছে তাঁর শিক্ষক তথা আর এক কিংবদন্তী বাঙালি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনের কথাও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata International Film Festival 2022, #Asansol Lok Sabha Constituency, #Mamata Banerjee, #KIFF, #Shatrughan Sinha

আরো দেখুন