দেশের সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়, উচ্ছ্বসিত মমতা
শিক্ষাক্ষেত্রেও এগিয়ে বাংলা। দেশ সেরার শিরোপা উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাথায়। টাইমস হাইয়ার এডুকেশন ইমপ্যাক্টের বিচারে ২০২২ সালে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি পেল দেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী কলকাতা বিশ্ববিদ্যালয়। যা বাংলার জন্য অত্যন্ত গর্বের বিষয়।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই শিরোপা প্রাপ্তির খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি টুইট করে জানিয়েছেন, “দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে, রাজ্য ও কেন্দ্র সরকার পরিচালিত পাবলিক ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউটের মধ্যে টাইমস হাইয়ার এডুকেশন ইমপ্যাক্টের বিচারে কলকাতা বিশ্ববিদ্যালয় চলতি বছর প্রথম স্থান অর্জন করল।”
এছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছে, “ভাল কাজ এবং আর্থিক বৃদ্ধির নিরিখে কলকাতা বিশ্ববিদ্যালয় বিশ্বে ১৪তম স্থান অর্জন করেছে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ফ্যাকাল্টির প্রত্যেক সদস্য, গবেষক এবং ছাত্রদের অভিনন্দন জানিয়েছেন।
স্বভাবতই কলকাতা বিশ্ববিদ্যালয়ের জোড়া প্রাপ্তিতে খুশি এবং গর্বিত বাংলার শিক্ষামহল।