কলকাতা বিভাগে ফিরে যান

এম আর বাঙুরে রূপান্তরকামীদের জন্য আলাদা ব্যবস্থায় খুশি সমাজকর্মী

July 8, 2020 | < 1 min read

রূপান্তরকামীদের চিকিৎসায় আরেকটি পালক যোগ হল রাজ্যের মুকুটে। ইতিমধ্যেই একটি স্বেচ্ছাসেবী সংস্থার আবেদনের ভিত্তিতে রাজ্য স্বাস্থ্য দপ্তর কলকাতার ডেডিকেটেড কোভিড হাসপাতাল এম আর বাঙ্গুরে রূপান্তরকামীদের জন্য আলাদা ব্যবস্থা করেছিল। এবার, এই সংগঠনের এক সদস্যা সরকারি ব্যবস্থাপনায় রূপান্তরকামী বেডে কোভিডের চিকিৎসায় ভর্তি হলেন।

এই প্রসঙ্গে সমাজকর্মী বাপ্পাদিত্য মুখোপাধ্যায় বলেন, কোভিড আক্রান্ত অবস্থায় একজন রূপান্তরকামীকে যদি তার লিঙ্গ পরিচয়ের জন্যও কষ্ট সহ্য করতে হতো, সেটি কি কঠিন হতো। আজ ভারতে সম্ভবত এই রকম ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তরকামী বেড একমাত্র বাংলাতেই আছে, যার সুফল এক রূপান্তরকামী পেলেন। এই ব্যবস্থা যে সত্যিই আমাদের বাংলার রূপান্তরকামী ভাই বোনেদের কাছে পৌঁছালো, তা এই দমবন্ধ করা সময়ে মানবিকতার এক ঝলক হাওয়া। 

সূত্রের খবর, সেই রূপান্তরকামী কোভিড রুগী এখন ভালো আছেন। বাপ্পাদিত্যবাবুর বিশ্বাস, সরকারি ব্যবস্থাপনাতেই ও খুব দ্রুত সুস্থ হয়ে প্লাজমা ডোনার হয়ে আবার আমাদের কাছে ফিরে আসবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#MR bangur hospital, #third gender treatment

আরো দেখুন