রাজ্য বিভাগে ফিরে যান

স্কচ পুরস্কারে ভূষিত হল বাংলার ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম

May 13, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলাই এখন বিনিয়োগের সেরা ঠিকানা, এই বাক্যটিকে কার্যত স্বীকৃতি দিল স্কচ পুরস্কার। এর আগের রাজ্যের একাধিক দপ্তর, একাধিক প্রকল্প স্কচ পুরস্কারে ভূষিত হয়েছে। এবার স্কচ পুরস্কার পেল বাংলার ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম।

জানা গিয়েছে, ইজ অব ডুইং বিজনেস অর্থাৎ ব্যবসার পথ সুগম করার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার পেয়েছে রাজ্য। একদিকে আমপান, ইয়াসের মতো প্রাকৃতিক বিপর্যয় অন্যদিকে, করোনা; জোড়াফলা সামলে বাংলা ছোট শিল্পগুলির পাশে দাঁড়িয়েছে। সেই কারণেই মিলেছে পুরস্কার, এমনই জানা যাচ্ছে। করোনাকালীন সময়ে ছোট শিল্পসংস্থাগুলির বিপণনে সাহায্য করেছিল বাংলার ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম।

TwitterFacebookWhatsAppEmailShare

#SKOCH Award, #PSU, #WBSIDCL

আরো দেখুন