পেটপুজো বিভাগে ফিরে যান

সকাল মানেই জিভে জল আনা জলখাবার

February 5, 2020 | 2 min read

জিভে জল আনা জলখাবারের দোকান।

আর তো কয়েকদিন শীত। কিন্তু যে কদিন আছে, পেট ভরে মজা করে নিতে হবে। দেখে নেওয়া যাক কলকাতার কিছু মুখরোচক জলখাবারের দোকানের ঠিকানা।

মহারাজের কচুরি

দক্ষিণ কোলকাতার অন্যতম আকর্ষণ এখানকার কচুরি। দাম আট টাকা করে। হিঙের এই কচুরির সঙ্গে মেলে ভাজা মশলা দেওয়া গরম ঘন আলুর তরকারি। পাওয়া যায় খাস্তা কচুরি, জিলিপি ও অন্যান্য ভাজা মিষ্টি।

মহারাজের হিঙের কচুরি। ছবি সৌজন্যেঃ thebeaconkolkata

পুঁটিরাম

কলেজ স্ত্রীটের অন্যতম আকর্ষণ এই রাধাবল্লভী। সঙ্গে থাকে ছোলার ডাল। প্লেটে থাকে চারটে কচুরি, দাম ৩০ টাকা। পাওয়া যায় সারাদিন। পাওয়া যায় রাজভোগও।

পুঁটিরামের রাধাবল্লভী। ছবি সৌজন্যেঃ thebeaconkolkata

বলরাম মল্লিক অ্যান্ড রাধারমণ মল্লিক

এখানে পাওয়া যায় কড়াইশুটির কচুরি। ১৮৮৫ সাল থেকে এখানকার কচুরি ও মিষ্টি সমান জনপ্রিয়।

বলরাম মল্লিক অ্যান্ড রাধারমণ মল্লিকের কড়াইশুটির কচুরি। ছবি সৌজন্যেঃ justdial

টেরিটিবাজার

এখানকার চীনা খাবার খুবই জনপ্রিয়। গরম ডামপ্লিং, চিকেন বাও বা অথেনটিক অন্য পদের জন্য ভরসা এই টেরিটিবাজার।

চীনা খাবারের টেরিটিবাজার। ছবি সৌজন্যেঃ anandabazar

রামকৃষ্ণ লাঞ্চ হোম

সাদার্ন অ্যাভিনিউ এই ভেজালের যুগেও বাঁচিয়ে রেখেছে খাঁটি সাউথ ইন্ডিয়ান খাবার। পাওয়া যায় ইডলি, উত্থাপম। মেলে কেরলের ফিল্টার কফি।

খাঁটি সাউথ ইন্ডিয়ান খাবার যেতেই হবে রামকৃষ্ণ লাঞ্চ হোম। ছবি সৌজন্যেঃ justdial

সাব্বির’স

চাঁদনি চকের এই হোটেলে মেলে মোগলাই ব্রেকফাস্ট। ডাল পোস্ত, পরোটা, মটন টিকিয়া।

সাব্বির’স মোগলাই ব্রেকফাস্ট। ছবি সৌজন্যেঃ soniasmusings
TwitterFacebookWhatsAppEmailShare

#Breakfast, #Kolkata, #Popular breakfast, #breakfast joints

আরো দেখুন