সকাল মানেই জিভে জল আনা জলখাবার
আর তো কয়েকদিন শীত। কিন্তু যে কদিন আছে, পেট ভরে মজা করে নিতে হবে। দেখে নেওয়া যাক কলকাতার কিছু মুখরোচক জলখাবারের দোকানের ঠিকানা।
মহারাজের কচুরি
দক্ষিণ কোলকাতার অন্যতম আকর্ষণ এখানকার কচুরি। দাম আট টাকা করে। হিঙের এই কচুরির সঙ্গে মেলে ভাজা মশলা দেওয়া গরম ঘন আলুর তরকারি। পাওয়া যায় খাস্তা কচুরি, জিলিপি ও অন্যান্য ভাজা মিষ্টি।
পুঁটিরাম
কলেজ স্ত্রীটের অন্যতম আকর্ষণ এই রাধাবল্লভী। সঙ্গে থাকে ছোলার ডাল। প্লেটে থাকে চারটে কচুরি, দাম ৩০ টাকা। পাওয়া যায় সারাদিন। পাওয়া যায় রাজভোগও।
বলরাম মল্লিক অ্যান্ড রাধারমণ মল্লিক
এখানে পাওয়া যায় কড়াইশুটির কচুরি। ১৮৮৫ সাল থেকে এখানকার কচুরি ও মিষ্টি সমান জনপ্রিয়।
টেরিটিবাজার
এখানকার চীনা খাবার খুবই জনপ্রিয়। গরম ডামপ্লিং, চিকেন বাও বা অথেনটিক অন্য পদের জন্য ভরসা এই টেরিটিবাজার।
রামকৃষ্ণ লাঞ্চ হোম
সাদার্ন অ্যাভিনিউ এই ভেজালের যুগেও বাঁচিয়ে রেখেছে খাঁটি সাউথ ইন্ডিয়ান খাবার। পাওয়া যায় ইডলি, উত্থাপম। মেলে কেরলের ফিল্টার কফি।
সাব্বির’স
চাঁদনি চকের এই হোটেলে মেলে মোগলাই ব্রেকফাস্ট। ডাল পোস্ত, পরোটা, মটন টিকিয়া।