রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে শুরু তুমুল বৃষ্টি, রইল UPDATE

September 30, 2023 | < 1 min read

রাজ্যে শুরু তুমুল বৃষ্টি

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি থাকবে।

ভোর থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। সারাদিন মেঘলা আকাশ থাকবে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

কিছুটা বিরতি নিয়ে দুই বঙ্গেই হাওয়া বদল। আজ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং রবিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। যা আগামী ৪৮ ঘন্টায় রাজ্যের উপকূল এলাকায় প্রভাব ফেলবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিস জানাচ্ছে আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে অতিভারী বৃষ্টির পূর্বাভাস আছে।

আগামীকাল পশ্চিমের জেলা গুলো অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হবে। নিম্নচাপের জেরে উত্তরবঙ্গে ৩ ও ৪ অক্টোবর ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পং-এ
ধ্বস নামতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Weather forecast, #Weather Update, #rainfall, #rainfall alert, #rainfall forecast

আরো দেখুন