রাজ্য বিভাগে ফিরে যান

বন্যা কবলিত স্কুলগুলোয় পিছিয়ে যাচ্ছে একাদশের প্রথম সেমিস্টারের পরীক্ষা

September 22, 2024 | < 1 min read

বন্যা কবলিত স্কুলগুলোয় পিছিয়ে যাচ্ছে একাদশের প্রথম সেমিস্টারের পরীক্ষা। ছবি সৌজন্যে: Wikipedia

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভয়াবহ বন্যার কবলে দক্ষিণবঙ্গ। রাজ্যের ১২টি জেলার বহু ব্লকই বন্যার গ্রাসে, যার জেরে স্কুলের পঠনপাঠন বন্ধ। অন্যদিকে, একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের পরীক্ষা চলছে। স্কুল যদি জলের তলায় থাকে, তবে পরীক্ষা হবে কীভাবে! উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রুটিন দিয়েছে পরীক্ষার। পরীক্ষা পিছনোর দাবিতে সংসদকে চিঠি লিখেছিল বেশ কিছু শিক্ষক সংগঠন। তাদের মতে, আপৎকালীন পরিস্থিতির জন্য ছাড় দিক সংসদ। আবেদন মেনে নিয়েছে সংসদ।

আরও পড়ুন: আরামবাগে বন্যা পরিস্থিতি ভয়াবহ

শনিবার সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ডিআইদের বলা হয়েছে, তাঁরা যেন স্কুলের পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেন। যে স্কুল জলে ডুবে রয়েছে, সেগুলিতে পরবর্তীতে পরীক্ষা হতে পারে। যদিও সার্বিক অর্ডার বা বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে না। ইতিমধ্যেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়-সহ বেশ কিছু ইউনিভার্সিটি স্নাতকস্তরের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা পিছিয়ে দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#School, #Flood, #semester, #Education

আরো দেখুন