ডবল ইঞ্জিন রাজ্যের চেয়ে বাংলায় বিদ্যুতের দাম কম, বিধানসভায় তথ্য দিয়ে জবাব মন্ত্রীর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপি-শাসিত ডবল ইঞ্জিন রাজ্যগুলির তুলনায় বাংলায় বিদ্যুত অনেক সস্তা! বুধবার, বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে সে’তথ্য তুলে ধরলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। দেশের মধ্যে বিদ্যুতের দাম
সবচেয়ে বেশি দাম কর্নাটকে। রাজ্যওয়াড়ি ইউনিট পিছু বিদ্যুতের দামের নিরিখে পশ্চিমবঙ্গের স্থান ১৭ নম্বর স্থানে। ইউনিট প্রতি দামের নিরিখে প্রথম কর্নাটক, দ্বিতীয় স্থানে অসম, তৃতীয় স্থানে বিহার, চতুর্থ স্থানে মহারাষ্ট্র। প্রায় সবই বিজেপি শাসিত রাজ্য।
উত্তরপ্রদেশ, দিল্লি, ঝাড়খণ্ড, তামিলনাড়ুতেও বিদ্যুতের দাম বাংলার চেয়ে অনেকটাই বেশি। কর্নাটকে বিদ্যুতের প্রতি-ইউনিটের দাম ৯.৮৩ টাকা, অসমে ৯.৫৫, বিহারে ৯.১৩, মহারাষ্ট্রে ৮.৯১ টাকা, অন্যদিকে বাংলায় বিদ্যুতের প্রতি-ইউনিটের দাম ৭.১২ টাকা। বাংলার বিদ্যুতের দাম নিয়ে অপপ্রচার চলছে বলে বিধানসভায় বিভিন্ন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গে ইউনিট-পিছু বিদ্যুতের দামের তুল্যমূল্য পরিসংখ্যান তুলে ধরেন অরূপ বিশ্বাস। বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘‘রাজধানী দিল্লি ছাড়াও উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অসমের মতো বিজেপি-শাসিত ডবল ইঞ্জিন রাজ্যগুলোর তুলনায় এ রাজ্যে বিদ্যুতের দাম কম।’’
বাংলায় লোডশেডিং ইতিহাস হয়ে গিয়েছে, তাও তুলে ধরেন মন্ত্রী। বিধানসভার প্রশ্নোত্তরপর্বে বিধায়ক অপূর্ব সরকারের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলায় এখন এক মিনিটের জন্যও লোডশেডিং হয় না। ঝড়বৃষ্টির সময় যাতে তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত না হয় সেজন্য আন্ডারগ্রাউন্ড কেবল বসানো হচ্ছে। আর বিদ্যুতের দাম নিয়ে যা বলা হচ্ছে তাও ঠিক নয়। দেখা যাচ্ছে, বিজেপি-শাসিত অসমে বিদ্যুতের ইউনিটের দাম ৯ টাকা ৫৫ পয়সা, মহারাষ্ট্রে ৮ টাকা ৯১ পয়সা। যোগীরাজ্য উত্তরপ্রদেশে ৭ টাকা ৬৪ পয়সা।