রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট-সহ জরুরি পরিষেবা মিলবে অনলাইনে

December 26, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিভিন্ন ধরনের পরিষেবা পেতে এবার সরকারের অফিসে অফিসে ঘোরার দিন শেষ! গ্রামবাংলার মানুষের জন্য সুখবর নিয়ে হাজির রাজ্য সরকার। নির্দিষ্ট পোর্টালে কয়েকটি ক্লিকের মাধ্যমে মিলবে শংসাপত্র। ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট; এমন ছ’টি জরুরি নথির জন্য গ্রামের মানুষকে আর পঞ্চায়েত কার্যালয়ে ছুটতে হবে না। আজ, শুক্রবার থেকে অনলাইনে মিলতে শুরু করেছে পরিষেবা।

জানা গিয়েছে, জাতিগত শংসাপত্রের আবেদনের জন্য পঞ্চায়েত প্রধানের শংসাপত্র, ক্যারেক্টার সার্টিফিকেট, ব্যক্তি পরিচয়পত্র, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট মিলবে অনলাইনে। চাকরির ক্ষেত্রে বা উচ্চশিক্ষা-সহ নানা প্রয়োজনে এমন শংসাপত্রের দরকার পড়ে। ডিসট্যান্স সার্টিফিকেটও তালিকায় রয়েছে। কলেজ-ইউনিভার্সিটির পড়ুয়াদের কাজে লাগে এই শংসাপত্র।

পঞ্চায়েত দপ্তরের পোর্টালে সিটিজেনস কর্নার-এ গিয়ে সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করে শংসাপত্রের জন্য আবেদন করা যাবে। নির্দিষ্ট কয়েকটি নথি ও তথ্য আপলোড করলে সার্টিফিকেট মিলবে। আবেদনকারীর দেওয়া সমস্ত তথ্য ও নথি যাচাই করে নেওয়া হবে। একজনের সার্টিফিকেট যাতে অন্য কেউ ডাউনলোড করতে না পারে, তা নিশ্চিত করতে আলাদা করে সতর্কতা নেওয়া হচ্ছে। আবেদনকারীকে প্রথমে নিজের মোবাইল নম্বর দিতে হবে। আবেদনকারীর মোবাইলে পাঠানো ওটিপি দিলে তবে প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এতে একজনের শংসাপত্র অন্য কারও হাতে যাওয়ার কোনও সম্ভাবনা থাকবে না। প্রসঙ্গত, কয়েক মাস আগে এই পরিষেবা চালুর বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছিল রাজ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#Character Certificate, #West Bangla, #Emergency Services, #Income Certificate

আরো দেখুন