নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনার ভিডিও মুছে দিতে X-কে নির্দেশ রেল মন্ত্রকের

এবার রেল মন্ত্রক, সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘটনার ভিডিও মুছে দিতে নির্দেশ দিল।

February 21, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কুম্ভমেলাকে কেন্দ্র করে ভিড়ের চাপে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় নয়াদিল্লি স্টেশনে। ১৫ ফেব্রুয়ারি রাতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৮ জনের। প্রাথমিকভাবে গুজব বলে এই দুর্ঘটনাকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল রেল। যদিও পরবর্তীতে রেল স্বীকার করে দুর্ঘটনার কথা। মৃতের নাম প্রকাশ করা হয়। এবার রেল মন্ত্রক, সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘটনার ভিডিও মুছে দিতে নির্দেশ দিল।

আরও পড়ুন: নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু! রেলের গাফিলতিই কি কারণ?

পদপিষ্টের ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়া এক্স-এ (পূর্বতন টুইটার)। সেই সব ভিডিও মুছে দিতে এক্স-কে নির্দেশ দিল রেল মন্ত্রক। দেখা গিয়েছে, প্রায় ২৮৫ টি লিংক রয়েছে; যেখানে পদপিষ্ট হওয়ার ভিডিও পোস্ট হয়েছে। আইন ও ‘এথিক্যাল নর্মস’-র অভিযোগ ভিডিওগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, রেল মন্ত্রকের তরফে এক্স-কে ১৭ ফেব্রুয়ারি নোটিশ পাঠিয়ে ৩৬ ঘন্টার মধ্যে ভিডিওগুলো মুছে দিতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়া কনটেন্টের উপর এটিই হতে চলছে দেশের ইতিহাস অন্যতম বৃহৎ হস্তক্ষেপমূলক নিয়ন্ত্রণ।

আরও পড়ুন: ভুল ঘোষণার কারণেই নিউ দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনা ঘটে, অনেক পরে আসে উদ্ধারকারী দল, রিপোর্ট দিল আরপিএফ

রেল মন্ত্রকের বক্তব্য, এহেন ভিডিও কনটেন্ট মানুষের মনে ভীতির সঞ্চার করছে। ভারতীয় রেলের পরিষেবায় ব্যাঘাত ঘটাচ্ছে। ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। গ্রাহকেরা রেল বিমুখ হয়ে পড়ছে। এক্স-এর পলিসি বিরুদ্ধেও বলে মত রেলের। নানা মহলের প্রশ্ন, নিজের গাফিলতি ঢাকতেই কি রেল দুর্ঘটনার ভিডিও মুছে ফেলতে মরিয়া হয়ে উঠেছে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen