উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে গ্রেটারের মিছিল

January 7, 2021 | < 1 min read

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে রাজবংশী ভাষার প্রাথমিক স্কুলগুলির পরিকাঠামো খতিয়ে দেখে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এই সিদ্ধান্তের কথা ঘোষণার পর কোচবিহার জেলাজুড়ে রাজবংশী মানুষের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বুধবার কোচবিহার শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। মিছিলটি শুরু হয় কোচবিহার রাসমেলার মাঠ থেকে, শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শেষ হয় রাসমেলার মাঠেই। এদিনের ওই মিছিলে ব্যান্ড পার্টি নিয়ে নাচতে দেখা যায় রাজবংশী সম্প্রদায়ের মানুষকে।

ওই মিছিলের নেতৃত্ব দেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের (Greater Coochbehar People’s Association) নেতা তথা রাজবংশী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বংশীবদন বর্মন। এছাড়াও ছিলেন কোচবিহার জেলার বিভিন্ন ব্লক ও অঞ্চল নেতৃত্ব। বংশীবদন বর্মন বলেন, রাজবংশী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের ‘রাজবংশী ভাষায়’ পঠনপাঠন করার জন্য ২০০টি স্কুল আমরা তৈরি করেছি। সেই স্কুলগুলিকে অনুমোদন দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে আমরা দাবি জানিয়েছিলাম। সেই দাবি পর্যালোচনা করে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ওই ২০০টি স্কুলকে সরকারি স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুল শিক্ষা দপ্তরকে পরিদর্শন করার কথা বলা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Greater Coochbehar People Association

আরো দেখুন