তথ্য যাচাই বিভাগে ফিরে যান

শীতলকুচির ভুয়ো ভিডিও ছড়াতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল বিজেপি

April 13, 2021 | < 1 min read

দাবি

সম্প্রতি, বিজেপি (BJP) কোচবিহারের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। যেই ভিডিওটিকে ১০ তারিখের শীতলকুচির বুথের ভিডিও বলে দাবি করা হয়। যেখানে দেখা যায় একদল উন্মত্ত ভোটার জোড় করে বুথ দখলের চেষ্টা করছে, আর এতে কেন্দ্রীয় বাহিনীর সাথে তারা বচসায় জড়িয়ে পড়ে।

ভিডিওটির সাথে এও দাবি করা হয়, ‘সেন্ট্রাল ফোর্স তখুনি গুলি করে যখন মাননীয়ার কথায় অনুপ্রাণিত হয়ে অত্যাচারের সর্বোচ্চ সীমা লংঘন করে।’ অর্থাৎ মুখ্যমন্ত্রীর প্ররোচনায় কিছু মানুষ কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা করাতেই গুলি চালাতে বাধ্য হয় জওয়ানরা।

সত্যতা

আসলে এই ভিডিওটি আদৌ বাংলার নয়। এটি এক বছর আগে হওয়া মণিপুর (Manipur) ভোটের সময়কার একটি বুথের ঘটনা। যেখানে একদল উন্মত্ত জনতা জোড় করে বুথ দখল করতে চায় এবং পুলিশের ওপর হামলা করে বসে। বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমও এই ঘটনা নিয়ে খবর করেছে। আর বিজেপির আইটি সেল সেইসব খবর থেকেই ফুটেজ নিয়ে তা শীতলকুচির বলে চালাচ্ছে।

সুতরাং ভিডিওটি শীতলকুচির নয়। বিজেপির দাবি সম্পূর্ণ ভুয়ো।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Assembly Elections 2021, #Sitalkuchi, #bjp

আরো দেখুন