ভ্যাকসিন নেওয়ার ২ বছরের মধ্যে মৃত্যু হবে সকলের ? জানুন আসল তথ্য
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে টিকাকরণ প্রক্রিয়ার (Covid Vaccination in India) উপরে জোর দিচ্ছে কেন্দ্র সরকার ৷ অন্যদিকে, কয়েকজন সোশ্যাল মিডিয়ায় টিকাকরণ নিয়ে একাধিক গুজব ছড়িয়ে বিভ্রান্ত করছে সাধারণ মানুষকে ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে ৷ এতে দাবি করা হয়েছে ফরাসি নোবেল জয়ী জানিয়েছেন, ভ্যাকসিন নিলে ২ বছরের মধ্যে মৃত্যু হবে সকলের৷ সরকারি সংস্থা পিআইবি বিষয়টি খতিয়ে জানিয়েছেন এই দাবি পুরোপুরি ভুল ৷ এর কোনও সত্যতা নেই ৷ ভ্যাকসিন সম্পূর্ণ ভাবে সুরক্ষিত ৷
সোশ্যাল মিডিয়ায় নোবেল জয়ী ও ফরাসি ভাইরোসজিস্ট ল্যুক মন্টনিয়রের নামে একটি খবর শেয়ার করা হয়েছে যাতে দাবি করা হয়েছে ভ্যাকসিন নেওয়ার ২ বছরের মধ্যে সমস্ত ব্যক্তির মৃত্যু হবে ৷ আরও দাবি করা হয়েছে যে তিনি রিসার্চ করে দেখেছেন ভ্যাকসিন যাঁরা নেবেন তাঁদের বাঁচার সম্ভাবনা নেই ৷ সিনিয়র ভাইরোলজিস্ট পরিষ্কার জানিয়েছেন, যাঁরা ভ্যাকসিন নিয়েছেন তাঁদের বাঁচার কোনও সম্ভাবনা নেই ৷ টিকা নিলে তাঁদের চিকিৎসা করাও সম্ভব নয় ৷
মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ভাইরাল হয়ে যায় ৷ এরপরই পিআইবি-র ফ্যাক্ট চেক টিম খবরটি খতিয়ে দেখে ৷ পিআইবি ফ্যাক্ট চেক টিম একটি পোস্ট করে জানায় নোবেল জয়ীর নামে শেয়ার করা এই পোস্টটি ফেক ৷ করোনার টিকা সম্পূর্ণ সুরক্ষিত ৷ এই ইমেজ শেয়ার বা ফরওয়ার্ড না করার পরামর্শ দেওয়া হয়েছে ৷
পিআইবি ফ্যাক্ট টিমের সাহায্যে আপনিও যে কোনও খবরের সত্যতা যাচাই করতে পারবেন ৷ এর মাধ্যমে সরকার ও সরকারি যোজনা সংক্রান্ত খবরের সত্যতাও যাচাই করা যাবে ৷ কোনও খবর যাচাই করতে হলে factcheck.pib.gov.in বা হোয়াটসঅ্যাপ নম্বর +918799711259 বা pibfactcheck@gmail.com ই-মেল আইডি-তে পাঠিয়ে চেক করতে পারবেন ৷