← দেশ বিভাগে ফিরে যান
প্লাজমা থেরাপির প্রথম ট্রায়ালেই মৃত্যু মহারাষ্ট্রে
প্লাজমা থেরাপির প্রথম ট্রায়ালেই ব্যর্থ হল মহারাষ্ট্র। করোনা ভাইরাস আক্রান্তের চিকিৎসায় প্লাজমা থেরাপি প্রয়োগেও এক করোনা আক্রান্তের মৃত্যু হল। কিন্তু, তারপরেও প্লাজমা থেরাপি চালিয়ে যাওয়া হবে বলে সরকার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার গভীর রাতে বান্দ্রার লীলাবতী হাসপাতালে বছর ৫৩-র ওই করোনা আক্রান্তের মৃত্যু হয়। প্লাজমা থেরাপির পরও চিকিত্সায় সাড়া দেননি তিনি। মৃত্যুর চারদিন আগে তাঁর শরীরে সুস্থ হয়ে ওঠা এক করোনা আক্রান্তের ২০০ মিলিলিটার রক্ত প্রবেশ করানো হয়। তারপর থেকে চিকিৎসকরা আশায় ছিলেন যে তাঁর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে পারে। কিন্তু এক্ষেত্রে তেমনটা হয়নি।
প্লাজমা থেরাপির কয়েক ঘণ্টা পর ওই ব্যক্তির শরীরে অক্সিজেনের মাত্রা বাড়লেও একদিনের মধ্যে তাঁর শারীরিক অবস্থা সংকটজনক হয়ে যায়। বুধবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়।