দেশ বিভাগে ফিরে যান

বিজ্ঞাপনকাণ্ডে বিজেপিকে ‘নির্লজ্জ’ বলে কটাক্ষ করলেন সাংসদ সুখেন্দু শেখর রায়

September 14, 2021 | < 1 min read

বিজ্ঞাপন বিতর্ক। বাংলার মা উড়ালপুলের ছবি ব্যবহার করে বিজেপির যোগী নিজের রাজ্যের উন্নয়নের কথা বলেছেন। এ নিয়ে এবার যোগী সরকারকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায়। ক্ষুব্দ সাংসদ বলেন, “বাংলার উন্নয়নের পরিকাঠামোর ছবি নকল করে নিজেদের বলে চালাচ্ছে যোগী সরকার। তার পরেও নির্লজ্জের মতো চিৎকার করছে।”

এদিন সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমের বিজ্ঞাপনের নিয়ম-কানুন সম্বলিত নথি তুলে ধরেন সাংসদ সুখেন্দু শেখর রায়। তাঁর কথায়, “৩ নম্বর ক্লজে স্পষ্ট বলা হয়েছে বিজ্ঞাপনের বিষয়বস্তু বিজ্ঞাপনদাতা বা কোনও বিজ্ঞাপন সংস্থাকেই দিতে হবে এবং ১১ নম্বর ক্লজে বলা হয়েছে, বিজ্ঞাপনদাতাকে নিশ্চিত করতে হবে বিজ্ঞাপনের জন্য দেওয়া তথ্য সত্য।”

এর পর ফের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তাঁর দাবি, চাপ সৃষ্টি করে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দিয়ে ভুল স্বীকার করানো হয়েছে। এদিন শুধু সুখেন্দু শেখর ইনন বিজ্ঞাপন কাণ্ডের যোগী সরকারের বিরুদ্ধে সরব হন সাংসদ ডেরেক ও ব্রায়েনও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sukhendu Sekhar Ray, #Bengal development, #yogi adityanath

আরো দেখুন