ছ’টি বিধানসভা উপ নির্বাচনে কোনও প্রভাব না পড়লেও CPM-এর সম্মেলনে গুরুত্ব পাচ্ছে RG Kar ইস্যু শনিবার থেকে শুরু হয়েছে সিপিএমের ২৬তম কলকাতা জেলা সম্মেলন। চলবে সোমবার পর্যন্ত। ইতিমধ্যে সম্মেলনের রাজনৈতিক খসড়া প্রকাশিত হয়েছে।