প্রযুক্তি বিভাগে ফিরে যান

বন্ধ হচ্ছে Windows 7

January 4, 2020 | < 1 min read

ছবি সৌজন্যেঃ wallpapercave

বন্ধ হচ্ছে Windows7, জানিয়ে দিল Microsoft। মাইক্রোসফটের সাপোর্ট পেজে দেওয়া তথ্য অনুযায়ী ২২ অক্টোবর, ২০০৯ সালে রিলিজ হয়েছিল Window 7। রিলিজের সময়েই জানান হয়েছিল যে নির্দিষ্ট সময়ের জন্যই সাপোর্ট করবে Windows 7।

দেশে বেশীর ভাগ কম্পিউটার আর এটিএম মেশিনে এখনও Windows 7 ব্যবহার করে। এমন সময় যদি সাপোর্ট আর আপডেট পাওয়া বন্ধ হয়ে যায় তো সিকিউরিটিতে প্রবলেম হবে।

মাইক্রোসফট জানিয়েছে যে এক্সটেনডেড সাপোর্ট বন্ধ হয়ে গালেও আপনার কম্পিউটার কাজ করবে, কিন্তু ইউজার আর তাতে কোনও সিকিউরিটি আপডেট পাবে না। মানে যে সব কম্পিউটারে Windows 7 চলবে ওই সব ডিভাইসে ভাইসার আর ম্যালওয়্যারের বিপদ আরও বেড়ে যাবে।

মার্চ মাসেই Windows 7 বন্ধের ঘোষণা করেছিল মাইক্রোসফট আর জানিয়েছিল ছিল ২০১৯-এর শেষে ইউজারদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। কোম্পানি বলেছে যে সিকিউরিটি রিস্ক আর ভাইরাস থেকে বাঁচতে Windows 10-এ আপগ্রেড করতে। 

  • প্রথমে Windows 7 ডাউনলোড পেজে যান। 
  • এর পর ‘Download Tool now’-তে ক্লিক করে Windows 10 মিডিয়া ক্রিয়েশন টুলটিকে ডাউনলোড করুন। 
  • এবার মিডিয়া ক্রিয়েশন টুলটিকে রান করুন আর লাইসেন্স টার্মগুলি একসেপ্ট করুন। 
  • এরপর ‘Upgrade this PC now’-কে সিলেক্ট করে নেক্সট-এ ক্লিক করুন। 
  • Keep personal files and apps সিলেক্ট করে ‘Continue’-তে ক্লিক করে দিন। 
  • এবার ইন্সটলে ক্লিক করলে Windows 10 ইন্সটল শুরু হয়ে যাবে। পুরো ইন্সটল হতে কিছুটা সময় লাগবে। 
  • Windows 10 ইন্সটল হয়ে গেলে কম্পিউটার বা ল্যাপটপটিকে ইন্টারনেটের সঙ্গে জুড়ে উইন্ডোজ আপডেটে গিয়ে অ্যাক্টিভেশন করে নিন ডিজিটাল লাইসেন্স দিয়ে।
TwitterFacebookWhatsAppEmailShare

#Upgrade Windows 7, #Windows 7, #Microsoft

আরো দেখুন