প্রযুক্তি বিভাগে ফিরে যান

চালু হল হোয়াটসঅ্যাপের ডার্ক মোড

January 25, 2020 | < 1 min read

সোশ্যাল মিডিয়া ছাড়া আজকাল মানুষের জীবন অচল। আর বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় অ্যাপ হল হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপেই যুক্ত হল নতুন ফিচার। মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের পর এ বার হোয়াটসঅ্যাপে ডার্ক মোড চালু করল ফেসবুক। একটা ক্লিকেই এ বার পুরোপুরি রূপ বদলে যাবে আপনার হোয়াটসঅ্যাপ। এতদিন যেখানে কোনও হালকা রঙের ব্যাকগ্রাউন্ডের উপর বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলতেন আপনি, এ বার সেটাই হয়ে যাবে গাঢ় কালো।

তবে হোয়াটসঅ্যাপ ডার্ক মোড চালু করলেও, এখনই এই সুবিধা সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে পৌঁছবে না। শুধুমাত্র হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনের ক্ষেত্রেই গ্রাহকেরা এই সুবিধা পাবেন। এজন্য অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ২.২০.১৩ ডাউনলোড করে তা সক্রিয় করতে হবে।

হোয়াটসঅ্যাপে ডার্ক মোড সক্রিয় করবেন কী ভাবে?

• ফোনে ডার্ক মোড সেটিংসের জন্য আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ডাউনলোড করতে হবে

• তারপর হোয়াটসঅ্যাপ সেটিংসে যেতে হবে

• সেটিংসে চ্যাট অপশনে ক্লিক করুন। দেখবেন থিম বলে একটি অপশন দেখাবে ফোনে

• এই থিম থেকেই ডার্ক অপশন বেছে নিতে হবে

এই পদ্ধতিতে ধাপে ধাপে এগোলেই ব্যবহারকারী ডার্ক মোডের সুবিধা পেয়ে যাবে তাঁর ফোনে। এউ ক্ষেত্রে মেসেজের ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি কালো হবে আর মেসেজগুলো সবুজ বাবলের মধ্যে দেখা যাবে

TwitterFacebookWhatsAppEmailShare

#Whatsapp, #Dark Mode, #Theme, #Mobile App

আরো দেখুন