প্রযুক্তি বিভাগে ফিরে যান

বাজারে আসছে রেডমি নোট ৯ – এক ঝলকে দেখুন তাক লাগানো ফিচার্স

March 5, 2020 | 2 min read

এক ফোনের রেশ না মিটতে মিটতেই বরাবরই আর এক ফোন নিয়ে হাজির হয় Xiaomi। এবারও তার অন্যথা হল না। খুব শিগগিরই ভারতের বাজারে আসতে চলেছে রেডমি নোট ৯। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই ফোনের চমৎকার টিজার প্রকাশ করে জানানো হয়েছে Xiaomi-র তরফে। বহু চমক থাকছে এই ফোনে। সে সবই দেখে নেওয়া যাক একনজরে।

ডিসপ্লে

এই ফোনে থাকছে 6.4 inches (16.26 cm) বেজেল লেস ডিসপ্লে। আর তার সঙ্গেই এই স্মার্টফোনে থাকছে waterdrop notch।

​প্রসেসার

এই ফোনের Qualcomm Snapdragon 675 Octa core প্রসেসার থাকছে। আর দুর্দান্ত এই স্মার্টফোনের RAM 4 GB।

​ক্যামেরা

এই ফোনের ফ্রন্ট ক্যামেরা 13 MP। এ ছাড়াও এই ফোনে থাকছে 48 + 8 + 2 + 2 MP কোয়াড রেয়ার ক্যামেরা।

​রিফ্রেশ রেট ডিসপ্লে

চারটি রেয়ার ক্যামেরা ছাড়াও এই ফোনে 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকতে পারে।

​দুর্দান্ত ব্যাটারি

এই ফোনে রয়েছে 4100 mAh battery, যার মাধ্যমে এক বার চার্জ দিলে বেশ কিছু দিনের জন্য চার্জ থাকে।

​ডুয়াল সিম

এই ফোনে থাকছে ডুয়াল সিমের ব্যবস্থা। একটি Nano এবং তার সঙ্গে আর একটি Nano (Hybrid) ছাড়াও থাকছে VoLTE সাপোর্ট।

​ক্যামেরার ফিচার্স

Redmi Note 9 সিরিজের সব ফোনের পিছনেই চারটি করে ক্যামেরা থাকবে। লম্বা ক্যামেরা মডিউলের পরিবর্তে এই ফোনে থাকবে বর্গাকার ক্যামেরা মডিউল। সম্প্রতি iPhone 11 সিরিজে একই ডিজাইন দেখা গিয়েছিল।

​ভারতে লঞ্চ কবে

ভারতের বাজারে ৯ মার্চই লঞ্চ হবে Redmi Note 9। ওই একই দিনে ভারতে লঞ্চ হতে পারে Redmi Note 9 ও Redmi Note 9 Pro।

​কোথায় মিলবে এই স্মার্টফোন

Mi.com ও Amaozn.in থেকে বিক্রি হবে Redmi Note 9 ও Redmi Note 9 Pro।

​দাম কত?

Redmi Note 8 এর পরবর্তী প্রজন্ম Redmi Note 9-এও রয়েছে একাধিক সেরা ফিচার্স। বিশেষজ্ঞ মহলের ধারণা, এই দুই ফোনের দামও ১৫ হাজারের নীচেই হতে চলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Xiaomi, #Redmi Note 9

আরো দেখুন