প্রযুক্তি বিভাগে ফিরে যান

মোবাইল ফোনকে করোনা ভাইরাস থেকে দূরে রাখবেন কিভাবে

March 17, 2020 | 2 min read

শুধু হাত, নিঃশ্বাস বা সংস্পর্শে আসাই নয়, করোন ভাইরাস ছড়াতে পারে আপনার মোবাইল ফোনের মাধ্যমেও। এমনই আতঙ্কের কথা শুনিয়েছেন বিজ্ঞানীরা। কারণ, করোনা ভাইরাসের সংস্পর্শে থাকা কোনও ব্যক্তির মোবাইল ফোনেও করোনা ভাইরাস থাকবে তাতে কোনও সন্দেহ নেই।

স্ট্যান্ডফোর্ডের সমীক্ষায় জানা গিয়েছে টয়লেট সিটের থেকেও বেশি জীবাণু থাকে মোবাইল ফোনে। কাজেই 

করোনা ভাইরাসও যে ফোনে থাকবে তাতে কোনও সন্দেহ নেই।

গবেষকরা জানিয়েছেন যেকোনও রকম ধাতু, কাচ, প্লাস্টিকে করোনা ভাইরাস ৯ দিন পর্যন্ত থাকতে পারে। এমনকী যেকোনও রকম তাপমাত্রাতেই থাকুক তারা বেঁচে থাকে। সেকারণেই বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও বলা হয়েছে, মুখে মাস্ক পরা, বারবার হাত ধোয়ার পাশাপাশি নিেজর মোবাইল ফোনটিও পরিচ্ছন্ন রাখুন। বারবার পরিষ্কার করুন।

নিজের মোবাইল ফোনটিকেও সুরক্ষিত রাখুন। তার জন্য রইল ১০টি টিপস

১. নিজের ফোন সুইচ অফ করে ব্যাক কভার খুলে রাখুন। 

২. ফোন ধরার আগে এবং পরে হাত ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন। অথবা বারবার স্যানিটাইজার ব্যবহার করুন।

৩. অপনার ফোনে স্ক্রিন গার্ড আছে কিনা সেটা নিশ্চিত করুন। 

৪. মোবাইল ফোন পরিষ্কারের জন্য স্পিরিট মাইক্রোফাইবার কাপড়ে দিয়ে পরিষ্কার করুন। অথবা অ্যালকোহল দিয়ে মোবাইল ফোন পরিষ্কার করুন। 

৫. শুধু মোবাইলের স্ক্রিনই নয় মোবাইলের বাইরের পিছনের দিকটিও একই ভাবে পরিষ্কার করতে হবে। 

৬. ইয়ারবাড দিয়ে চার্জ দেওয়ার জায়গা এবং পিছনের স্পিকার ফাল করে পরিষ্কার করতে হবে। 

৭. প্লাস্টিক এবং সিলিকনের ব্যাক কভার ফোনে থাকলে সেটি খুলে নিয়ে গরম জলে ডিশ ওয়াশার দিয়ে পরিষ্কার করুন। তারপর সেটা সম্পূর্ণ শুকিয়ে নিয়ে মোবাইলে ফিট করুন। 

৮. আর চামড়ার কভার থাকলে জীবাণু নিরোধক সলিউশন েদওয়া টিসু দিয়ে মোবাইল কভার পরিষ্কার করে নিন। 

৯. ফোন সরাসরি কানের কাছে আনার থেেক বিরত থাকুন, কথা বলার জন্য যতটা সম্ভব ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করুন

১০. ফোন এবং কভার পরিষ্কার হয়ে গেলে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর সেগুলি একসঙ্গে রাখুন। এবং মোবাইল ফোনের সুইচ অন করুন।

(তথ্যসূত্র: ওয়ান ইন্ডিয়া)

TwitterFacebookWhatsAppEmailShare

#Mobile Phone, #covid19, #CoronavirusUpdates, #CoronavirusPandemic

আরো দেখুন