প্রযুক্তি বিভাগে ফিরে যান

রিলায়েন্স জিও-য় অংশীদারিত্ব ফেসবুকের

April 22, 2020 | < 1 min read

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সংস্থা ফেসবুক এবার গাঁটছড়া বাঁধতে চলেছে রিলায়েন্স জিও-র সঙ্গে ৷ ডিজিটাল মার্কেটে নিজেদের আরও সম্প্রসারণ  করার জন্য রিলায়েন্সের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিওতে ৫.৭ বিলিয়ন অথার্ৎ ৪৩.৫৭৪ কোটি টাকা ইনভেস্ট করেছে ফেসবুক ৷ বুধবার ফেসবুকের তরফে এই বিষয়ে ঘোষণা করা হয়েছে ৷

https://www.facebook.com/zuck/posts/10111830591845901

ফেসবুকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভারতের সবচেয়ে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও-তে ৯.৯৯ শতাংশ অংশদারিত্ব ৪৩৫৭৪ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে ৷ এই চুক্তির পর ফেসবুক রিলায়েন্স জিও-র সবচেয়ে বড় শেয়ারহোল্ডার সংস্থা হয়ে গিয়েছে ৷

রিলায়েন্স জিও-য় অংশীদারিত্ব ফেসবুকের

ফেসবুকের তরফে জানানো হয়েছে, ‘জিও ভারতে বড় বদল নিয়ে এসেছে ৷ তা দেখে আমরাও উৎসাহিত হয়েছি ৷ ৪ বছরেরও কম সময়ে রিলায়েন্স জিও ৩৮৮ মিলিয়ন মানুষকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে এসেছে ৷ তাই জিও-র মাধ্যমে ভারতে আরও মানুষের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই পদক্ষেপ৷’

ভারতে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের বড় মার্কেট রয়েছে ৷ এখানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪০০ মিলিয়ন ৷ পিডব্লিউসি-র রিপোর্ট অনুযায়ী, ভারতে ২০২২ পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে ৮৫০ মিলিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#technews, #Facebook, #reliance jio

আরো দেখুন