প্রযুক্তি বিভাগে ফিরে যান

নতুন Gmail অ্যাকাউন্ট কিভাবে পাবেন?

May 7, 2020 | < 1 min read

ইমেল পরিষেবাকে আরও মসৃণ করতে এবার নয়া লুকে হাজির Gmail। চলতি মাসের শুরুতেই নিজের ডেস্কটপ লুক সম্পূর্ণ বদলে ফেলেছে Google-এর ইমেল পরিষেবা অ্যাপ। ইউজারদের অধিকাংশ এই নতুন লুকের আরও ফাস্ট Gmail ব্যবহার করা শুরু করলেও, অনেকেই তা করে উঠতে পারেননি।

কিভাবে ব্যবহার করবেন নতুন Gmail? 

নতুন লুকের অ্যাকাউন্ট ব্যবহারের জন্য জানা জরুরি, ঠিক কি ধরনের Gmail ব্যবহার করা হচ্ছে। G Suit অ্যাডমিন হলে পৃথক পদ্ধতি আর সাধারণ ইউজার হলে, তা আলাদা।

নতুন Gmail অ্যাকাউন্ট

সাধারণ Gmail ইউজারদের জন্যঃ-

  • Gmail-এ লগ ইন করার পর ডান দিকে সেটিংসে ক্লিক করুন
  • সেটিংসের নীচে ‘Try the new Mail’ অপশন রয়েছে
  • ক্লিক করুন
  • নতুন লুক সংক্রান্ত তিনটি অপশন পাবেন। পছন্দের লুক বেছে নিন

G Suit ইউজারঃ-

কাজের জন্য বা স্কুলের জন্য ব্যবহার করা Gmail-এর ক্ষেত্রে ‘অ্যাডাপ্টর প্রোগ্রাম’এর মাধ্যমে নতুন অ্য়াকাউন্ট অ্যাকসেস করতে পারবেন। অ্যাডভান্সড সেটিংসে গিয়ে ‘Allow’তে ক্লিক করতে হবে।

আর এভাবেই সহজেই পাল্টে ফেলা যাবে Gmail অ্যাকাউন্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

#Google, #Gmail

আরো দেখুন