নামফলকে বাংলা – যৌথ কমিটি আসানসোলের মেয়রের
আসানসোলের অধিকাংশ দোকানের নামফলকে এতদিন বাংলা থাকতো না। একটি বাঙালি জাতীয়তাবাদী সংগঠনের দাবী মেনে নিয়ে দোকানের নামফলক বাংলায় না লিখলে ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণ না করার সিদ্দান্ত নেয় আসানসোল পৌর নিগম। এর পরেও কিছু ব্যবসায়ী সেই নিয়মকে পাশ কাটিয়ে যাচ্ছিলেন। শুধু কম্পিউটারে জাল ছবি তৈরী ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণ করছিলেন এবং কার্যত দোকানে বাংলায় নামফলক বসাচ্ছিলেন না।

এই সংগঠনটি পৌরনিগমকে সে’কথা জানানোয় আসানসোলের মেয়র পৌরনিগম একটি যৌথ কমিটি গড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই নজরদারী কমিটিতে থাকবেন মেয়র জিতেন্দ্রকুমার তিওয়ারী, পৌরনিগমের চেয়ারম্যান অমর নাথ চ্যাটার্জি, ওই সংগঠনের প্রতিনিধি এবং পৌর নিগমের আধিকারিকগণ।
এই যৌথ কমিটির প্রচেষ্টায় সেই সব অসাধু ব্যবসায়ীদের পৌরনিগমের নোটিশ ধরানোর কাজ শুরু হয়েছে। মেয়র এই ব্যাপারে নিজে উদ্যোগী হয়ে নির্দেশ দিচ্ছেন। সংগঠনের সদস্যরা নিয়মিত ব্যবসায়ীদের চিহ্নিত করে পৌরনিগমকে জানাচ্ছেন। অদূর ভবিষ্যতে সব নামফলক বাংলায় হয়ে গেলে বাঙালী এই পৌরনিগমকে নয়নের মণি করে রাখবে ও দৃষ্টান্ত বলে গণ্য করবে।