প্রযুক্তি বিভাগে ফিরে যান

বন্ধ হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার

August 21, 2020 | < 1 min read

কয়েক বছরের প্রস্তুতির পর ইন্টারনেট এক্সপ্লোরার ১১ ব্রাউজারের সেবা বন্ধ করছে মাইক্রোসফট।

আগামী বছরের আগস্টে মাইক্রোসফটের অনলাইন সার্ভিস অফিস ৩৬৫, ওয়ানড্রাইভ ও আউটলুকে ইন্টারনেট এক্সপ্লোরার ১১-এর সাপোর্ট বন্ধ হয়ে যাবে।

এর আগে ৩০ নভেম্বর মাইক্রোসফট টিমের ওয়েব অ্যাপে ব্রাউজারটি বন্ধ হবে। ইন্টারনেট এক্সপ্লোরার ১১ চালু হয় ২০১৩ সালে। ইন্টারনেট এক্সপ্লোরারের ব্যবহার ও সাপোর্ট বন্ধ করতে কয়েক বছর ধরেই প্রস্তুতি নিচ্ছে মাইক্রোসফট। এছাড়া ২০২১ সালের ৯ মার্চে মাইক্রোসফটের ডেক্সটপ অ্যাপ এজ লেগেসি ব্রাউজারও মাইক্রোসফটের সাপোর্ট হারাবে। সাপোর্ট হারানোর পর ব্যবহারকারীরা কোনো সিকিউরিটি আপডেট পাবেন না।

বর্তমানে মাইক্রোসফট তাদের উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের ক্রোমিয়ামভিত্তিক এজ ব্রাউজার ব্যবহারে উৎসাহিত করছে। আগামীতেও যত ডিভাইস ও অপারেটিং সিস্টেম আসবে সেগুলোতে থাকবে নতুন সংস্করণের এজ ব্রাউজারটি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Internet Explorer

আরো দেখুন