প্রযুক্তি বিভাগে ফিরে যান

ভারতের ফের ডিজিটাল স্ট্রাইক! নিষিদ্ধ হল PUBG-সহ ১১৮টি চিনা অ্যাপ

September 2, 2020 | < 1 min read

ফের ভারতের ডিজিটাল স্ট্রাইক! দেশে নিষিদ্ধ হল পাবজি অনলাইন গেম। একইসঙ্গে ব্যান করা হল আরও ১১৮টি চীনা অ্যাপ। মূলত সাইবার নিরাপত্তাপ কথা ভেবেই কেন্দ্র এই পদক্ষেপ করেছে বলে জানানো হয়েছে। তবে ওয়াকিবহাল মহলের দাবি, চীনকে ভাতে পারতেই এই পথে হাঁটল ভারত। এর আগে দু’দফায় প্রায় ১৫০টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিল সরকার। 

পাবজি মোবাইল নর্ডিক ম্যাপ, লভিক, পাবজি মোবাইল লাইট, ওইচ্যাট ওয়ার্ক এবং ওইচ্যাট রিডিং নিষিদ্ধ মোবাইল অ্যাপগুলির মধ্যে অন্যতম।

কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয়েছে, PUBG ও ১১৮টি অ্যাপের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছিল। তার মধ্যে অন্যতম ছিল তথ্য চুরি ও অ্যাপ ব্যবহারকারীদের উপর নজরদারি চালানো। এরপরই অ্যাপগুলি নিষিদ্ধ করল সরকার। দেশের তথ্য প্রযুক্তি আইনের ৬৯এ- ধারায় এই সিদ্ধান্ত নেওয়া হল। সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, PUBG-সহ ১১৮টি অ্যাপ ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা, প্রতিরক্ষা ও নাগরিকদের নিরাপত্তায় বাধা তৈরি করছিল।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Ministry of Information & Technology, #PubG

আরো দেখুন