প্রযুক্তি বিভাগে ফিরে যান

WhatsApp এর নয়া আপডেটে এবার চমকপ্রদ ফিচার

September 8, 2020 | 2 min read

হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিজের জনপ্রিয়তা বজায় রাখতে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ফের একবার একগুচ্ছ নতুন ফিচার নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ। WABetaInfo-তে দেওয়া তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ৪টি নতুন ফিচারের উপরে কাজ করছে, যা খুব শীঘ্রই ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। জানা গিয়েছে যে হোয়াটসঅ্যাপ অগাস্ট মাসের শেষের দিকে গুগল বিটা প্রোগ্রামে (google beta program) নতুন ভার্সন ২.২০.১৯৮.১১ সাবমিট করেছে।

Ringtone for Group Call- নতুন ভার্সনে ব্যবহারকারীরা গ্রুপ কলের জন্য আলদা রিংটোন। বলা হচ্ছে যে যখন কোনও গ্রুপ কল আসবে তখন ফোনে অন্য রিংটোন বাজবে। উল্লেখযোগ্য এই রিংটোনটি লুপে বাজবে।

New Sticker Animation – সম্প্রতি হোয়াটসঅ্যাপ অ্যানিমেটেড স্টিকারের জন্য নতুন ধরনের অ্যানিমেশন নিয়ে এসেছে, যা ৪ বার লুপে চলে। এবার অ্যানিমেটেড স্টিকারের জন্য দীর্ঘক্ষণ লুপের উপরে কাজ চলছে। এই ফিচারটি ২.২০.১৯৮.১১ ভার্সনে থাকবে।

UI improvements for calls- বর্তমানের কলিং ইন্টারফেস কে আরও উন্নত করার চেষ্টা করছে হোয়াটসঅ্যাপ। আপডেট আসার পর সব বাটন স্ক্রিনের নিচের দিকে চলে যেতে পারে।

Storage Usage Tool – সম্প্রতি ট্যুইট করে WABetaInfo জানিয়েছে গত কিছু মাস ধরে হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচারের টেস্টিং করছে। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের স্পেস বা স্টোরেজ খালি করটে সাহায্য করবে। সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ মিডিয়াও অ্যাকসেস করতে পারবে। প্রথম সেকশনে একটি স্টোরেজ বার রয়েছে, এর থেকে সহজেই বোঝা যাবে যে হোয়াটসঅ্যাপ কত স্টোরেজ ব্যবহার করছে। দ্বিতীয় সেকশনে ব্যবহারকারীরা Shared ফাইলগুলি রিভিউ করতে পারবেন। এখান থেকে অকেজো মিডিয়া ফাইল ডিলিট করে ফোনের স্পেস বা স্টোরেজ বাঁচাতে পারবেন। এতে forwarded আর Large files দেখতে পাবেন। এর শেষ সেকশনে চ্যাটের তালিকা রয়েছে। এখান থেকে যে কোনও একটি চ্যাট সহজেই খুঁজে নেওয়া যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Whatsapp, #technology

আরো দেখুন