বিনোদন বিভাগে ফিরে যান

ওয়েব সিরিজে ঋতুপর্ণকে শ্রদ্ধা

September 9, 2020 | 2 min read

আনলক পর্বে এখনও সিনেমা হল খোলার কোনওরকম নির্দেশ কেন্দ্রীয় সরকারের তরফে মেলেনি। এদিকে এগিয়ে আসছে দুর্গাপুজো। কিন্তু এবারের পুজো তো একদমই আলাদা হতে চলেছে। প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল পরিচালক অভিনন্দন দত্তের মনে। আর তাঁর উত্তরও পেয়েছেন তিনি। একটি বাংলা ওটিটি প্ল্যাটফর্মের জন্য পুজোর কথা মাথায় রেখেই তিনি তৈরি করছেন একটি আট পর্বের ওয়েব সিরিজ। নাম ‘উৎসবের পরে’। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, দুর্গা পুজোর প্রেক্ষাপটে তৈরি সিরিজের এই রকম নাম কেন? এর পিছনেও লুকিয়ে রয়েছে একটি বিশেষ কারণ। ‘আসলে কলেজ জীবনে ঋতুপর্ণ ঘোষের উৎসব ছবিটা দেখার পর অনুপ্রাণিত হয়ে একটা গল্প লিখেছিলাম। তারপর অনেকবার সেটা নিয়ে কাজ করার কথা হলেও শেষপর্যন্ত হয়ে ওঠেনি। আর এখন তো আগের মতো শ্যুটিং করাটা বেশ কঠিন। সামনে পুজো। তাই একটা বাড়িকে কেন্দ্র করে এই সিরিজটার কাজ শুরু করলাম,’ বলছিলেন অভিনন্দন। এই ওয়েব সিরিজে চরিত্রের ভিড়। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— কৌশিক সেন, ঋতব্রত মুখোপাধ্যায়, বিমল চক্রবর্তী, জীবন সাহা, তপতী মুন্সী, দেবযানী দত্ত, সেঁজুতি মুখোপাধ্যায়, অবন্তী দত্ত, পারমিতা মুখোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য, শ্রেয়া ভট্টাচার্য, ঐশ্বর্য সেন, ঈশানী সেনগুপ্ত প্রমুখ।

অভিনন্দন দীর্ঘদিন টলি ইন্ডাস্ট্রিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ওয়েব সিরিজ পরিচালনা ছাড়াও ঋত্বিক চক্রবর্তী ও সোহিনী সরকারকে নিয়ে তাঁর প্রথম ছবি ‘অনন্ত’ মুক্তির অপেক্ষায়। ‘উৎসবের পরে’ সিরিজটিকে অভিনন্দন প্রয়াত পরিচালক ঋতুপর্ণর প্রতি তাঁর শ্রদ্ধার্ঘ্য হিসেবেই দেখতে চাইছেন। উত্তর কলকাতার বনেদি মল্লিক বাড়িতে পুজোর সময় তিনটি প্রজন্ম মিলিত হয়। তারপর তাদের পারিবারিক ইতিহাস, গোপন তথ্য ও নিজস্ব মতাদর্শের মিশেলে চরিত্রগুলিকে চেনার প্রচেষ্টা। পরিচালকের কথায়, ‘আসলে পুজো মানে কি শুধুই আনন্দ? নাকি তার মধ্যে দিয়েও একটা পরিবারের সদস্যদের পরিচয়গুলো নতুনভাবে চেনা সম্ভব।’ সেই সঙ্গে দেশ ভাগ, মুক্তিযুদ্ধ এবং ২০১১ সালে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলকে গল্পে ধরতে চাইছেন তিনি। ক্যামেরায় মৃণ্ময় নন্দী ও সম্পাদনায় স্বর্ণাভ চক্রবর্তী। এখন বেলগাছিয়া রাজবাড়িতে এই ওয়েব সিরিজের শ্যুটিং চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#rituparno ghosh, #Web Series

আরো দেখুন