রাজ্য বিভাগে ফিরে যান

কেন্দ্র সরকারকে শিল্পের জন্যে বিনামূল্যে জমি দেবে রাজ্য

January 4, 2021 | < 1 min read

অশোকনগরে তৈল ভান্ডার খননের জন্য কেন্দ্র সরকারকে বিনামূল্যে জমি দেবে রাজ্য সরকার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ এ দিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানান, ‘রাজ্যে শিল্প আসুক৷ তাই আমরা বলেছি ওখানে যে জমি অধিগ্রহণ করতে হবে, তা আমরা বিনামূল্যে কেন্দ্রের হাতে তুলে দেব৷’

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই প্রকল্পের কাজ করতে পেরে খুশি রাজ্য৷’

২০১৮ সাল থেকে উত্তর ২৪ পরগনার অশোকনগরের তেল ও গ্যাসের অনুসন্ধান শুরু করে ওএনজিসি(ONGC)। মাস কয়েক আগে সেই তেলের মান পরীক্ষা করে সাফল্য পায় জাতীয় এই সংস্থাটি। সম্প্রতি অশোকনগরে বাইগাছি মৌজায় সেই প্রকল্পকে জাতির উদ্দেশে উৎসর্গ করেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মুখ্যমন্ত্রী অবশ্য এ দিন জানিয়েছেন, রাজ্যের তরফেই প্রথমে অশোকনগরে তেলের ভান্ডার রয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করা হয়েছিল৷ তিনি নিজেই ধর্মেন্দ্র প্রধানকে চিঠি লিখেছিলেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

অশোকনগরে ইতিমধ্যেই ৪ একর জমি নিয়ে কাজ শুরু হয়েছে প্রকল্পটির। ব্যয় হয়ে গিয়ছে ৩৪০০ কোটি টাকা। এই প্রকল্পের জন্য প্রয়োজন আরও ১২ একর জমি। ওএনজিসি-র তরফে অশোকনগর পুরসভার কাছে জমি চেয়ে আবেদন করা হয়েছে৷ সূত্রের খবর, প্রকল্প এলাকার কাছেই রাজ্য সরকারের উদ্বাস্তু পুনর্বাসন দফতরের জমি রয়েছে৷ সেখানে স্থানীয় কিছু বাসিন্দা চাষের কাজ করেন৷ রাজ্যের তরফে সম্ভবত সেই জমিই ওএনজিসি-র হাতে তুলে দেওয়া হবে৷ স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় ক্ষতিপূরণও দিয়ে দেবে রাজ্য প্রশাসন৷

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #central Govt, #ONGC, #Land

আরো দেখুন