করোনা আক্রান্ত লিলি চক্রবর্তী, ভালো আছেন অভিনেত্রী
January 20, 2021 | < 1min read
টালিগঞ্জের বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী (Lili Chakraborty) করোনায় আক্রান্ত। দিন কয়েক আগে তাঁর জ্বর আসে। সেই মতো গত শনিবার অভিনেত্রীর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ (Covid 19) আসে। লিলি এখন বাড়িতেই আছেন। বললেন, ‘এখন ওষুধ খেয়ে আগের থেকে অনেকটাই ভালো আছি। জ্বরও আগের মতো বেশি নেই।’ ডাক্তার আপাতত অভিনেত্রীকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন। করোনায় আক্রান্ত হওয়ার আগে তিনি ‘বৃদ্ধাশ্রম ২’ ধারাবাহিকের শ্যুটিং করছিলেন। অভিনেত্রীর গলায় উদ্বেগ ধরা পড়ল, ‘আর দু’দিনের শ্যুটিং বাকি ছিল। আমাকে ছাড়া ওদের নিশ্চয়ই সমস্যা হবে।’