বহিরাগত প্রার্থী অঞ্জনার বিরুদ্ধে সোনারপুরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
প্রার্থীকে ঘিরে BJP-তে বিক্ষোভ অব্যাহত। অভিনেত্রী অঞ্জনা বসুকে (Anjana Basu) সোনারপুর দক্ষিণ কেন্দ্রে BJP প্রার্থী করায় বিক্ষোভ দেখালেন BJP কর্মীরা। মঙ্গলবার বিকেলে সোনারপুরের হরিনাভি মোড়ে রাস্তা অবরোধ করেন বিক্ষুব্ধ BJP কর্মী ও সমর্থকরা ৷ তাঁদের দাবি অবিলম্বে ‘বহিরাগত’ প্রার্থীকে বাতিল করতে হবে ৷ পরিবর্তে সোনারপুরের ভুমিপুত্রকে প্রার্থী করতে হবে ৷ এই দাবি তাঁরা ইতিমধ্যে BJP-র কেন্দ্রীয় ও রাজ্য নেতৄত্বকে জানিয়েছেন৷
প্রার্থী পরিবর্তনের কোনও আশ্বাস না দেওয়াতেই আন্দোলনে নেমেছেন তাঁরা ৷ দাবিপূরণ না হলে তাঁদের এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা ৷ তাঁদের দাব সোনারপুরের ভুমিপুত্র তমাল চৌধুরীকে প্রার্থী করতে হবে ৷ তিনিই যোগ্য প্রার্থী ৷ সমস্ত BJP কর্মীরাই তাঁকে প্রার্থী হিসেবে চান ৷ দলের পক্ষ থেকে আর নয় অন্যয়ের স্লোগান তোলা হলেও কর্মীদের প্রতিই অন্যায় করা হচ্ছে বলে তাদের অভিযোগ ৷ বাইরে থেকে চাপিয়ে দেওয়া প্রার্থী তাঁরা মানবেন না ৷ একমাত্র তমাল চৌধুরী দাঁড়ালেই এই আসনে পদ্মফুল ফুটবে বলে দাবি তাঁদের ৷
অন্য দিকে, প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর সোমবারই প্রথম নিজের কেন্দ্রে আসেন অঞ্জনা ৷ দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকও করেছিলেন ৷ মঙ্গলবার সকাল থেকেই সোনারপুরে প্রচার শুরু করেছিলেন তিনি ৷ জয়ের ব্যাপারে আশাবাদী বলে প্রচার শুরুর আগেই জানান তিনি ৷ দলের একাংশের বিক্ষোভের কথা তাঁর কানে এলেও তিনি বিষয়টি জানেন না বলেই এড়িয়ে গিয়েছেন ৷ তাঁর বক্তব্য আমি সকাল থেকেই এলাকায় ঘুরে ঘুরে দলীয় কর্মীদের নিয়ে প্রচার করছি ৷ প্রচারে তিনি বেশ ভালোই সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন অঞ্জনা ৷ তবে BJP-র এই গোষ্ঠীকোন্দল নিয়ে তৃণমুলের বক্তব্য, দলের পুরানো দিনের কর্মীরা যোগ্য সন্মান না পাওয়াতেই এই ক্ষোভ বিক্ষোভ ৷ যদিও এই বিষয়টি BJP-র অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছে স্থানীয় তৄণমুল নেতৃত্ব ৷
উল্লেখ্য, সোমবারের পর মঙ্গলবার ফের হেস্টিংসে BJP দফতরের সামনে বিক্ষোভ দেখায় দলীয় কর্মী সমর্থকদের একটা অংশ। ত্রিবেণীর পর মঙ্গলবার আবারও আত্মহত্যার হুমকি দেন বিক্ষুব্ধ BJP কর্মীদের কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকেও। ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে। বাধ্য হয়ে পুলিশকে মৃদু লাঠি চার্জও করতে হয়। এদিনও পাঁচলা ও উদয়নারায়ণপুরের প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখানো হয়। পাশাপাশি ক্যানিং পশ্চিম, কুলপি, মগরাহাট,-সহ দক্ষিণ ২৪ পরগনার একাধিক বিধানসভা কেন্দ্রে BJP-প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখান দলীয় কর্মীরা।দলীয় প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে এদিন হেস্টিং কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।