প্রযুক্তি বিভাগে ফিরে যান

আচমকা বন্ধ হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম!

March 19, 2021 | < 1 min read

হঠাত্ই কাজ করা বন্ধ করে দিল হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম (Instagram)। মেসেজ পাঠাতে গিয়ে সমস্যায় পড়লেন ইউজাররা। ফেসবুক মেসেঞ্জারেও একই সময়ে সমস্যা দেখা দিয়েছিল বলে জানা গিয়েছে। রাত পৌনে এগারোটা থেকেই হঠাত্ কাজ করা বন্ধ করে দিল হোয়াটসঅ্যাপ। ইউজাররা জনিয়েছেন, মেসেজ ডেলিভার হচ্ছিল না। বেশ কিছুক্ষণ অচলাবস্থা থাকার পর অবশ্য সমস্যা মিটেছে। একই অবস্থা হয়েছিল ইনস্টাগ্রাম-এও। রাত এগারোটা নাগাদ হঠাত্ করেই অনেকে দেখেন, ইনস্টাগ্রামে কোনও কনটেন্ট আপলোড করা যাচ্ছে না।

হোয়াটসঅ্যাপের উপর নির্ভরশীল অনেকেই। সারা বিশ্বে প্রায় ২০০ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ফলে আচমকা হোয়াটসঅ্যাপ (WhatsApp) বন্ধের ফলে সমস্যায় পড়লেন বিশ্বের বহু মানুষ। ভারতের বিভিন্ন এলাকায় কাজ করা বন্ধ করেছিল হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। ঘটনাক্রমে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম মার্ক জুকারবার্গের ফেসুকের অধীন। কী কারণে সমস্যা তা এখনও জানা যায়নি। সংস্থার তরফে সরকারিভাবে কোনও ঘোষণা এখনও করা হয়নি। এদিন রাত এগারোটা নাগাদ টুইটারে ট্রেন্ড করতে শুরু করে, হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ ডেলিভার হচ্ছে না। এর পরই ইনস্টাগ্রামের সমস্যার কথাও জানান ইউজাররা। downdetector.com  জানাচ্ছে, প্রায় ৩০ মিনিট কাজ করছিল না হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম।

TwitterFacebookWhatsAppEmailShare

#Whatsapp, #Instagram

আরো দেখুন