রাজ্য বিভাগে ফিরে যান

তথ্য দিয়ে মোদীর কুৎসার জবাব দিল তৃণমূল

April 6, 2021 | < 1 min read

তৃতীয় দফার ভোটের দিনে এক বিরল দ্বৈরথের সাক্ষী থাকল উত্তরবঙ্গ। একই দিনে উত্তরবঙ্গে প্রচার সভা করলেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। আজ স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই কোচবিহারে মুখ্যমন্ত্রীকে একের পর এক ইস্যু তুলে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। আর পাল্টা, মুখ্যমন্ত্রীর হয়ে গোল করতে মাঠে নামেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ ব্রায়েন।

টুইট করে সাংসদ প্রধানমন্ত্রীকে দিলেন একের পর এক অভিযোগের জবাব। প্রধানমন্ত্রী যেখানে দাবি করেছেন রাজ্যে বিজেপিই ক্ষমতায় আসবে, সাংসদ উত্তরে বলেছেন প্রথম দু’দফায় হেরে গেছে বিজেপি। আইন শৃঙ্খলা নিয়ে প্রধানমন্ত্রীর অভিযোগের প্রত্যুত্তরে ডেরেক হিসেব দিয়েছেন বিজেপি (BJP) শাসিত উত্তর প্রদেশ, গুজরাটে অপরাধের।

কর্মসংস্থান নিয়ে মোদীর (Narendra Modi) তোপের উত্তরে সাংসদ বলেছেন ১ কোটি কর্মসংস্থান হয়েছে রাজ্যে। উল্টোদিকে, দেশে বেকারত্বের হার বিগত কয়েক দশকের মধ্যে সর্বাধিক। এভাবেই বাংলায় চালু হওয়া একের পর এক উন্নয়নমুখী প্রকল্পের উল্লেখ করে প্রধানমন্ত্রীকে বিঁধেছেন ডেরেক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #bjp, #Trinamool Congress

আরো দেখুন